আমি ক্লাব বিশ্বকাপ খেলব না, স্পষ্ট জানিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপে খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? বিশ্ব ফুটবলে এই আলোচনা চলছেই। বিশ্বকাপে রোনাল্ডোর বর্তমান দল আল নাসের সুযোগ পায়নি। এই পরিস্থিতিতে জল্পনা তৈরি হয়েছে, এমন কোনও ক্লাবে যেতে পারেন রোনাল্ডো, যে ক্লাব বিশ্বকাপে সুযোগ পেয়েছে। তবে এই জল্পনায় জল ঢেলে দিলেন স্বয়ং রোনাল্ডো নিজেই।
পর্তুগিজ মহাতারকা স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি আসন্ন ক্লাব বিশ্বকাপে খেলবেন না। উয়েফা নেশনস লিগ ফাইনালের আগে সাংবাদিক বৈঠকে রোনাল্ডো বলেছেন, "ক্লাব বিশ্বকাপে খেলাটা গুরুত্বপূর্ণ নয়, জাতীয় দলকে সাফল্য দেওয়াটা আসল। আমার কাছে অনেক প্রস্তাব এসেছে, যার মধ্যে কয়েকটি ভালো, কয়েকটি নয়। তবে আমি ক্লাব বিশ্বকাপে যাব না, যদিও আমি অনেক প্রস্তাব পেয়েছি।"
ফলে এটাই স্পষ্ট, বর্তমানে রোনাল্ডোর প্রধান লক্ষ্য তাঁর দেশ পর্তুগালকে সাফল্য এনে দেওয়া। ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড আগামী বছর ফিফা বিশ্বকাপে খেলবেন কিনা, সে নিয়ে প্রশ্ন থাকলেও আগামী রবিবার উয়েফা নেশনস লিগের ফাইনালে স্পেনকে হারানোর জন্য মুখিয়ে থাকবেন, তা বলাই যায়।