এটিকে মোহনবাগান খেলোয়াড়দের সামনেই চলল Remove ATK স্লোগান, দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার প্রবল বৃষ্টির জেরে ভেস্তে গেল এটিকে মোহনবাগান ও চেন্নাইন এফসির মধ্যেকার প্রস্তুতি ম্যাচ। তবুও মোহনবাগান তাঁবু বেশ সরগরম, তার একটাই কারণ, রিমুভ এটিকে।
রবিবার ম্যাচ বাতিল হলেও মোহনবাগান মাঠে অনুশীলন করতে আসেন এটিকে মোহনবাগান ফুটবলাররা। কিন্তু বাস থেকে যখন ফুটবলাররা গেট দিয়ে ঢুকতে যান, সেই সময়ে গেটের দুধারে রিমুভ এটিকে স্লোগান দিতে থাকেন সমর্থকরা।
আর সেই স্লোগান শোনেন জনি কাউকো, প্রীতম কোটাল, প্রণয় হালদাররা। ব্রেক দ্য মার্জার, রিমুভ এটিকে - স্লোগানে স্লোগানে সরগরম হয়ে ওঠে মোহনবাগান তাঁবু। এবং সেই স্লোগান শুনতে শুনতে ক্লাবে ঢোকেন ফুটবলাররা। ফলে প্রশ্ন উঠছে, মোহনবাগান সমর্থকদের এই দাবি শুনে কি প্রতিক্রিয়া আসবে ফুটবলারদের থেকে?
এর আগে এএফসি কাপের ম্যাচেও সল্টলেক স্টেডিয়ামে রিমুভ এটিকের স্লোগান উঠেছিল, যদিও তা ছিল সংখ্যায় অল্প। মোহনবাগান সমর্থকদের বিপুল গর্জনে তা স্তিমিত হয়েছিল, কিন্তু রবিবারের এই স্লোগান সরাসরি পৌঁছেছে এটিকে মোহনবাগান দলের কানে।
দেখুন ভিডিও -