নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ফিফাকে অনুরোধ জানাল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত সোমবার সুপ্রিম কোর্ট তিন সদস্যের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেরকে সরিয়ে দিয়েছে, যা গত মে মাস থেকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দৈনন্দিন কাজ পরিচালনা করছিল। আর এর ফলে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের উপর ফিফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার রাস্তাটা কিছুটা পরিষ্কার হল।
আর এই নিয়ে মঙ্গলবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সচিব সুনন্দ ধর চিঠি লেখেন ফিফার সাধারণ সচিব ফাতমা সামৌরাকে, যাতে এআইএফএফ-এর উপর নিষেধাজ্ঞার বিষয়ে বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা আরও একবার ভেবে দেখে।
ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে সর্বোচ্চ ন্যায়ালয়ের বেঞ্চ সিওএ বাতিলের অর্ডারে জানিয়েছিল, এই সিদ্ধান্তটি 'জাতীয় স্বার্থে' নেওয়া হয়েছে, যাতে নিষেধাজ্ঞা উঠে যায় এবং খেলোয়াড়দের উপর কোনও প্রভাব না পড়ে।
মঙ্গলবার চিঠিতে সুনন্দ ধর ফিফাকে লিখেছেন, "অত্যন্ত আনন্দের সাথে আমরা জানাচ্ছি যে মাননীয় সুপ্রিম কোর্ট এই বিষয়টি তুলে ধরেছেন এবং ২২ আগস্টের অর্ডারে সিওএ গঠনের আদেশকে বাতিল করেছে এবং এর জেরে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দৈনন্দিন কাজের পুরো দায়িত্ব ফিরে পেয়েছে এআইএফএফ।"
"পুরো বিষয়টিকে পর্যালোচনা করে, আমরা ফিফাকে আবেদন করছি এবং বিশেষ করে ব্যুরোকে, যাতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের উপর নিষেধাজ্ঞা প্রদানের বিষয়ে তারা পুনরায় চিন্তাভাবনা করে। যেহেতু নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আপনাদের চিঠির শর্ত পালন করা হচ্ছে, আমরা অনুরোধ করছি যাতে সেই কাজটি দ্রুত করা হয় যাতে এআইএফএফ ভারতে ফুটবল পুনরায় মসৃণভাবে চালু করতে পারে।"
যেহেতু ১৫ আগস্ট নিষেধাজ্ঞার ঘোষণা করা হয়েছিল, তার ফলে এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলা হয়ে ওঠেনি গোকুলাম কেরালা এফসির মহিলা দলের। সম্ভবত সেপ্টেম্বর মাসে হতে চলা সিঙ্গাপুর ও ভিয়েতনামের সাথে ভারতের প্রস্তুতি ম্যাচও বাতিল হতে চলেছে। কিন্তু এটিকে মোহনবাগানের এএফসি কাপ খেলার সম্ভাবনা এখনও রয়েছে।