সাফল্য এল না আইএফএ শিল্ডে, অতিরিক্ত সময়ের গোলে কাশ্মীরের কাছে হার মহমেডানের

মহমেডান স্পোর্টিং ক্লাব - ০
রিয়াল কাশ্মীর - ১ (লালহাওয়ানকিমা)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কলকাতা লিগের সাফল্যের পর, মহমেডান সমর্থকরা আশা করেছিলেন, আইএফএ শিল্ডেও সাফল্য আসবে। কিন্তু কোয়ার্টার ফাইনালে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে অতিরিক্ত সময়ের গোলে পরাজয় হজম করতে হল মহমেডানকে।
তারকা বিদেশী ফরোয়ার্ড মার্কাস জোসেফকে ছাড়াই নেমেছিল মহমেডান, যিনি ছুটি কাটিয়ে এখনও দলের সাথে যোগ দেননি। তবে সুযোগের অভাব পায়নি মহমেডান। কাশ্মীরের বিরুদ্ধে একাধিক সুযোগ তৈরি করেন ব্ল্যাক প্যান্থাররা। ম্যাচের ১৪ মিনিটে ব্র্যান্ডন সহজ সুযোগ মিস করে। এদিকে ৪৫ মিনিটে, আজহারউদ্দিন মল্লিকের শট বারপোস্টে লাগে।
তবে দ্বিতীয়ার্ধে দুই দল কিছুটা সাবধানী ফুটবল খেললেও সুযোগ তৈরিতে কোনও ত্রুটি রাখেনি, যদিও কেউই গোলটা তুলতে পারে না। আর এর জেরে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। আর সেখানে ৯৮ মিনিটে কর্নার থেকে গোল করে রিয়াল কাশ্মীরকে জিতিয়ে দেন লালহাওয়ানকিমা।
গত আইএফএ শিল্ডেও এই রিয়াল কাশ্মীরের কাছে সেমি ফাইনালে হেরে যায় মহমেডান। সেবার ৪-০ গোলে সাদা-কালো ব্রিগেডকে উড়িয়ে দিয়েছিল কাশ্মীর। আর এবার চুড়ান্ত লড়াই করেও এল না জয়।