মরশুমের প্রথম হার হজম করল রিয়াল মাদ্রিদ, লিপজিগের দুরন্ত ফুটবলে পরাজয়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি মরশুমে রিয়াল মাদ্রিদের অপরাজিত থাকার তকমাটি শেষ অবধি ঘুচল। মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জার্মান দল আরবি লিপজিগের কাছে ২-৩ ফলে পরাজিত হয় ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে দুরন্ত ফুটবল খেলে শক্তিশালী রিয়াল মাদ্রিদকে হারিয়ে নকআউট পর্বের দিকে আরও এগিয়ে গেল লিপজিগ।
ইতিমধ্যেই শেষ ১৬ এ যোগ্যতা অর্জন করায়, রিয়াল কোচ কার্লো আনসেলোত্তি বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বসিয়ে এই ম্যাচে নেমেছিলেন। আর সেই কারণে শুরু থেকেই লিপজিগের দাপটের সাথে পেরে উঠছিল না মাদ্রিদ। ১৩ মিনিটে আন্দ্রে সিলভার শট সেভ করেন থিবো কুর্তোয়া, যার রিবাউন্ডে গোল করেন জস্কো ভারডিওল।
এর পাঁচ মিনিট পরেই ডেভিড রাউমের পাসে ক্রিস্টোফার এনকুঙ্কুর দুরন্ত শট ক্রসবারে লেগে গোলে ঢোকে। তবে রিয়াল মাদ্রিদ চেষ্টার ত্রুটি রাখেনি, প্রথমার্ধের বিরতির ঠিক আগে দুরন্ত হেডারে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র।
এরপর ৮১ মিনিটে দ্রুত কাউন্টার অ্যাটাকে লিপজিগের গোলের ব্যবধান বাড়িয়ে দেন টিমো ওয়ের্নের। শেষে ম্যাচের ইনজুরি টাইমে পেনাল্টি থেকে গোল করেন রদ্রিগো, কিন্তু তা সত্ত্বেও ম্যাচ বাঁচাতে পারল না রিয়াল।
এই হার সত্ত্বেও গ্রুপ এফ-এ শীর্ষস্থান ধরে রাখল রিয়াল মাদ্রিদ। এদিকে লিপজিগ নয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল, এবং তৃতীয় স্থানে থাকা শাখতার ডোনেতস্কের থেকে তিন পয়েন্টে এগিয়ে গেল।