কলকাতায় ফুটবলের হতাশায় ফের পুনেতে ফিরলেন রঞ্জন চৌধুরী! নতুন একাডেমির স্বপ্ন দেখছেন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রঞ্জন চৌধুরী, ভারতীয় ফুটবলে যুব ফুটবলারদের তুলে আনার ক্ষেত্রে নামটি যথেষ্ট। দীর্ঘ কুড়ি বছরের বেশি সময় ধরে নিরলস পরিশ্রম করেছেন টাটা ফুটবল একাডেমিতে। দুই শতাধিক জাতীয় স্তরের ফুটবলার উঠে আসার ক্ষেত্রে টাটা ফুটবল একাডেমীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি ২০১০ থেকে ২০১৫, পাঁচ বছর নিরলস পরিশ্রম করেছেন পুনে এফসি ফুটবল একাডেমিতে। জাতীয় স্তরের ৩০ জনের বেশি ফুটবলার সেখানেও জন্ম হয়েছে তার হাতে। তারপর এসেছিলেন মাটির টানে কলকাতায়।
কলকাতায় ইস্টবেঙ্গল ক্লাব তাঁর মেধা পরিশ্রমকে সম্মান দিতে পারেনি। ইস্টবেঙ্গল ক্লাবের পরিচালন সমিতি তাঁকে যোগ্য সম্মান দিয়ে নিয়ে এলেও, সেই সময়ে ইস্টবেঙ্গল ক্লাবের দায়িত্বে থাকা ইনভেস্টর কোয়েস ইস্টবেঙ্গল একাডেমি বন্ধ করে দেয়। ফলে ২০১৫ থেকে ২০২২ এই দীর্ঘ সময়ে কলকাতার বুকে তার স্পর্শে তেমন কোনো সাফল্য আসেনি। এই হতাশা নিয়েই দিন কাটাচ্ছিলেন রঞ্জন চৌধুরী।
অবশেষে আবার ভারতীয় ফুটবলের মূলস্রোতে ফিরে যাওয়ার অমোঘ নেশায় ফিরে গেছেন পুনেতে। অ্যালার্ড গ্রুপ অফ ইনস্টিটিউট, যেটি আসলে একটি বিশ্ববিদ্যালয় তারই স্পোর্টস ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন ফুটবলের এই বাতি ওয়ালা। মূলত ফুটবল হলেও অন্যান্য খেলারও নানান দায়িত্ব সামলাবেন তিনি। তার ফুটবল মেধার উর্বর জমি আবার ফসল ফলাবে এমন ধারণা করাই যায়। রেসিডেনশিয়াল একাডেমি করেই যাত্রা শুরু করছে, নতুন এই ফুটবল একাডেমি।