রাতারাতি পরিবর্তন আসবে না, সতর্কবার্তা ম্যানচেস্টার ইউনাইটেডের নয়া কোচ রালফ রানগ্নিকের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ওলে গানার সোল্কজায়েরকে সরিয়ে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন জার্মান কোচ রালফ রানগ্নিক। জার্মান ফুটবলের প্রফেসর হিসেবে বিবেচিত রানগ্নিকের অধীনে ইউনাইটেডের খেলা পরিবর্তিত হবে, এমনটাই আশা করছেন সমর্থকরা।
অনেকেই আশা করছেন, নিজের চিরাচরিত হাই প্রেসিং খেলা, আগ্রাসী ও উচ্চশক্তিসম্পন্ন গেগেনপ্রেসিং ফুটবল ইউনাইটেডে প্রদান করবেন জার্মান কোচ। তবে রানগ্নিক সতর্ক করেছে, খুব শীঘ্রই দলে এই পরিবর্তন আসবে না।
ব্রিটিশ মিডিয়ার সাথে সাক্ষাৎকারে রানগ্নিক বলেছেন, "আপনাদের জানতে হবে কি ধরণের খেলোয়াড় আপনার কাছে রয়েছে এবং তারা কোথায় দাঁড়িয়ে রয়েছে। ওরা অভিজ্ঞ এবং যথেষ্ট বুদ্ধিমান এই বিষয়টি বুঝতে। আমি খেলোয়াড়দের প্রেসিং দৈত্যে পরিণত করতে পারি না। আমার দুই, তিন কিংবা চার সপ্তাহ লাগবে এমনটা করতে।"
৬৩ বছরের এই জার্মান কোচ নিজের ফুটবল স্টাইল নিয়ে আরও বলেন, "আমার ফুটবল মোটেও ধীরগতির নয়। আমার খেলা জুরগেন ক্লবের মতই, যদি আপনারা ফুটবল স্টাইলের ধারণার বিষয়ে কথা বলেন। এটা কোনও রহস্যের বিষয় নয়। এটি আমার কেরিয়ারের সব থেকে বড় ক্লাব, বিশ্বের সর্ববৃহৎ ক্লাব। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ক্লাবের ডিএনএকে সম্মান করা, কিন্তু তাতে আধুনিক ফুটবলের পরিবর্তনকেও কাজ করাতে হবে।"
রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচে ইউনাইটেডের হয়ে দায়িত্ব পালন করবেন রানগ্নিক।