আইএসএলে দশম স্থানে শেষ করলেও হেড কোচের সাথে চুক্তিবৃদ্ধি পাঞ্জাব এফসির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার পাঞ্জাব এফসির তরফ থেকে ঘোষণা করা হয়েছে, হেড কোচ হিসেবে গ্রিক প্রশিক্ষক পানাগিওটিস ডিলমপেরিসকে ২০২৭ সাল অবধি চুক্তিবৃদ্ধি করা হচ্ছে। পানাগিওটিসের সাথে তাঁর সহকারী কোচ কনস্টানটিনোস কাটসারাস এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ পাপাইওয়ান্নু ইওয়ান্নিসও থাকছেন ক্লাবে। ভারতীয় সহকারী কোচ হিসেবে পরের মরশুম অবধি থাকবেন শঙ্করলাল চক্রবর্তী।
যদিও গত আইএসএলে পানাগিওটিসের অধীনে খুব একটা ভালো খেলতে পারেনি পাঞ্জাব এফসি। প্রথম ৫ ম্যাচে ৪টিতে জয় পেলেও, পরের ১৯টি ম্যাচে মাত্র ৪টি জিততে সক্ষম হয়েছে পাঞ্জাব। যদিও চোট-আঘাতের জেরে দলে বারবার পরিবর্তন হয়েছে। তবে শেষ অবধি ২৮ পয়েন্ট নিয়ে লিগে দশম স্থানে শেষ করেছিল পাঞ্জাব। এছাড়া ডিলমপেরিসের অধীনে কলিঙ্গ সুপার কাপে কোয়ার্টার ফাইনাল অবধি গিয়েছিল পাঞ্জাব।
যদিও তরুণ ফুটবলারদের তুলে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন পানাগিওটিস। এবারের আইএসএলে সেরা এলিট ইউথ প্রোগ্র্যামের পুরষ্কার পেয়েছে পাঞ্জাব, যেখানে এই দলের গড় বয়স ছিল ২৫ বছর ও ২১৬ দিন। পাঞ্জাবের অ্যাকাডেমি থেকে মোট ৯ জন ফুটবলার এই মরশুমে সিনিয়র দলে সুযোগ দিয়েছেন পানাগিওটিস।