মেসি ম্যাজিক ও এমবাপ্পে-নেইমারের ঝড়ে উড়ে গেল মাক্কাবি হাইফা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে নিঃসন্দেহে বিশ্ব ফুটবলের সেরা আক্রমণ ত্রয়ী রয়েছে প্যারিস সেইন্ট জার্মেইনের কাছে। কিলিয়ান এমবাপ্পে ও নেইমারের সাথে জুড়েছেন মহাতারকা লিওনেল মেসি। আর এই ত্রয়ী জ্বলে উঠলে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তার প্রমাণ পেল ইজরায়েলের ক্লাব মাক্কাবি হাইফা।
মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মাক্কাবিকে ৭-২ ফলে হারায় পিএসজি। জোড়া গোল করেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। এছাড়া একটি গোল করেন নেইমার। দুটি গোল করার পাশাপাশি দুটি গোল তৈরিও করেন মেসি।
শুরুতে ছন্দ পেতে সময় নেয় পিএসজি, কিন্তু সেটি পাওয়ার পর আর তাদের রুখতে পারেনি মাক্কাবি। ১৯ মিনিটে এমবাপ্পের পাসে বাঁ পায়ে সুন্দর গোল করেন মেসি। এরপর ৩২ মিনিটে মাক্কাবির গোলকিপার জশ কোহেনের পাশ দিয়ে গোল করেন এমবাপ্পে। এর তিন মিনিট পরে এমবাপ্পে ও মেসির যুগলবন্দীর সৌজন্যে নেইমার গোল করেন।
এরপর ওমের আতজিলির ফ্রি কিক থেকে হেড করে গোল করে মাক্কাবির ফুটবলার আব্দুলায়ে সেক। কিন্তু তার কিছু সময় পরে নেইমারের সাথে পাসের অদলবদল ঘটিয়ে নিজের দ্বিতীয় ও পিএসজির চতুর্থ গোল করেন। এবং ৪-১ ফলে প্রথমার্ধে এগিয়ে থাকে পিএসজি।
এরপর দ্বিতীয়ার্ধের শুরুর দিকে মাক্কাবি বেশ দাপট দেখায় পার্ক ডে প্রান্সে। এবং ৫০ মিনিটে কর্নার ক্লিয়ার করতে গিয়ে ভুল করে পিএসজি, যার সুযোগ নিয়ে হেডে নিজের ও মাক্কাবির দ্বিতীয় গোল করেন সেক।
কিন্তু তারপর পিএসজি পুনরায় খেলা ধরে নেয়। ৬৪ মিনিটে, আচরাফ হাকিমির পাসে গোল করেন এমবাপ্পে। এরপর ৬৭ মিনিটে দুরন্ত ড্রিবল করে বক্সে ক্রস করেন নেইমার, যা মাক্কাবির ফুটবলার শন গোল্ডবার্গের পায়ে লেগে ঢুকে যায়। এর কিছু সময় পর মেসির হ্যাটট্রিক রুখে দেয় ক্রসবার, যদিও তারপরে কার্লোস সোলারের উদ্দেশ্যে গোলের বল সাজিয়ে দেন মেসি, যা থেকে গোল করতে ভুল করেননি সোলার।