অভিষেকে ব্যর্থ নেইমার-এমবাপ্পে-মেসি ত্রয়ী, ব্রুজের কাছে আটকে গেল শক্তিধর পিএসজি

ক্লাব ব্রুজ - ১ (হান্স ভানাকেন)
প্যারিস সেইন্ট জার্মেইন - ১ (অ্যান্ডার হেরেরা)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : প্রত্যেকেই অপেক্ষা করে ছিলেন, কবে নামবে সেই মহাত্রয়ী? বিশ্ব ফুটবলের তিন সুপারস্টার ফুটবলার নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি ফ্রন্টলাইনে থাকা মানে প্রতিপক্ষের বিপদ, তা নিশ্চিত ছিল। কিন্তু এমন দুরন্ত ফ্রন্টলাইন থাকা পিএসজি আটকে গেল বেলজিয়ান চ্যাম্পিয়ন ক্লাব ব্রুজের কাছে।
১৫ মিনিটে ব্রুজের ডিফেন্ডার মাটাকে কাটিয়ে বক্সে ক্রস বাড়ান, যা থেকে গোল করেন অ্যান্ডার হেরেরা। তবে ২৭ মিনিটে গোল শোধ করে ক্লাব ব্রুজ। বাঁদিক থেকে এডুয়ার্ড সোবোল পাস বাড়ান, যা পেয়ে গোল করেন হান্স ভানাকেন। এরপর ২৯ মিনিটে মেসির দুর্দান্ত বাঁক খাওয়ানো শট বারে লাগে।
তবে ৩০ মিনিটের পর থেকে ক্লাব ব্রুজ দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলে। ঘরের মাঠের সুযোগ নিয়ে দর্শকদের অনুপ্রেরণায় বারবার পিএসজি রক্ষণে আঘাত হানছিল ব্রুজ। কিন্তু শেষ প্রহরী হয়ে দারুণ কিছু সেভ দেন কেইলর নাভাস। যতই জিয়ানলুইগি ডোনারুম্মা আসুন না কেন, চ্যাম্পিয়নস লিগে ভরসা দিতে পারেন এই কোস্টারিকান গোলকিপার। স্রেফ নাভাসের জোরেই কোনওরকমে হার বাঁচাতে পারল পিএসজি।