মেসি-এমবাপ্পের দাপটে ব্রুজকে উড়িয়ে দিল পিএসজি, লিপজিগের কাছে অবাক হার ম্যান সিটির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচডেতে দুর্দান্ত জয় পেল পিএসজি। শুরুর আক্রমণেই ক্লাব ব্রুজকে উড়িয়ে দিল প্যারিস। অন্যদিকে ম্যানচেস্টার সিটি কার্যত দ্বিতীয় সারির দল নামিয়ে হারল জার্মান ক্লাব আরবি লিপজিগের কাছে।
প্যারিস সেইন্ট জার্মেইন - ৪ (কিলিয়ান এমবাপ্পে - ২, লিওনেল মেসি - ২ - পেনাল্টি - ১)
ক্লাব ব্রুজ - ১ (ম্যাটস রিটস)
প্রথম সাত মিনিটেই দুটি গোল করে প্যারিসকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। প্রথমে কাছ থেকে ঠান্ডা মাথায় ফিনিশ করেন, আর তারপর অ্যাঞ্জেল ডি মারিয়ার লব পাসে দুরন্ত ফিনিশ করেন। এরপর ৩৮ মিনিটে এমবাপ্পের দুর্দান্ত স্কিল ও পাসে বল পান লিওনেল মেসি, আর বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার।
যদিও দ্বিতীয়ার্ধে দাপট দেখিয়েছিল ব্রুজ। আর ৬৮ মিনিটে গোল করেন ম্যাটস রিটস। তবে ৭৬ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন মেসি।
আরবি লিপজিগ - ২ (ডমিনিক সোবোজলাই, আন্দ্রে সিলভা)
ম্যানচেস্টার সিটি - ১ (রিয়াদ মাহরেজ)
ইতিমধ্যেই গ্রুপের শীর্ষস্থানে থেকে পরের রাউন্ডে ওঠা নিশ্চিত করেছিল ম্যান সিটি। ফলে বেঞ্চের বেশ কিছু খেলোয়াড়কে সুযোগ দেন কোচ পেপ গুয়ারদিওলা। তবে জার্মানির ক্লাব লিপজিগের কাছে হার স্বীকার করতে হয় সিটিকে।
২৩ মিনিটে কনরাড লাইমারের পাসে বল পেয়ে গোল করেন ডমিনিক সোবোজলাই। যদিও সিটি গোল করার সুযোগ পেয়েছিল, ফিল ফোডেনের দুরপাল্লার শট সেভ করেন গোলকিপার পিটার গুলাসি। এরপর ৭০ মিনিটে এমিল ফোর্সবার্গের পাসে ব্যবধান বাড়ান আন্দ্রে সিলভা।
যদিও ছয় মিনিট পরেই গোল শোধ দিয়ে আশা জাগান রিয়াদ মাহরেজ। তবে রেফারি স্যান্দ্রো সারার লাল কার্ড দেখান কাইল ওয়াকারকে, যিনি পিছন থেকে আন্দ্রে সিলভাকে ফাউল করেন।