ব্রুনো-রোনাল্ডোর জুটি হিট, ইজরায়েলকে চার গোলের মালা পড়াল পর্তুগাল

পর্তুগাল - ৪ (ব্রুনো ফার্নান্ডেজ - ২, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, জোয়াও ক্যানসেলো)
ইজরায়েল - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার ইউরো কাপের আগে দারুণ ছন্দ পেয়ে গেল পর্তুগাল। ইজরায়েলের বিরুদ্ধে প্রীতি ম্যাচে চার গোলের বড় জয় পেল ইউরো চ্যাম্পিয়নরা। এবং এই ম্যাচে দেখা গেল ব্রুনো ফার্নান্ডেজ ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দারুণ যুগলবন্দী।
ম্যাচের শুরু থেকে দাপুটে শুরু করেছিল পর্তুগাল। ৪২ মিনিটে ডানদিক থেকে উইংব্যাক জোয়াও ক্যান্সেলোর ক্রসে ব্রুনো ফার্নান্ডেজকে বল দেন, যিনি প্রথম টাচেই গোল করে দেন। এরপর দুই মিনিট পরেই ব্রুনো ফার্নান্ডেজের পাসে জোরালো শটে গোল করেন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
এরপর দ্বিতীয়ার্ধে ইজরায়েলি গোলকিপার অফির মারসিয়ানোকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন বার্নার্ডো সিলভা। তবে ৮৬ মিনিটে ডানদিক থেকে দুর্দান্ত বাঁক খাওয়ানো শটে গোল করেন জোয়াও ক্যানসেলো। আর ম্যাচের অতিরিক্ত সময়ে দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় ও পর্তুগালের চতুর্থ গোল করেন ব্রুনো ফার্নান্ডেজ।
এই জয়ের জেরে বড়সড় আত্মবিশ্বাস নিয়ে ইউরোয় নামবে পর্তুগাল। যেখানে তারা রয়েছে গ্রুপ অফ ডেথে। আগামী ১৫ জুন হাঙ্গেরির বিরুদ্ধে নিজেদের ইউরো অভিযান শুরু করবে পর্তুগাল।