রবার্ট লেওয়ানডোস্কির সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করলেন পোল্যান্ড জাতীয় দলের কোচ প্রোবিয়েজ

Photo- AP
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ পোল্যান্ড জাতীয় ফুটবল দলের কোচ মিচেল প্রোবিয়েজ বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা করেছেন। দলের তারকা স্ট্রাইকার রবার্ট লেওয়ানডোস্কির সঙ্গে মতবিরোধের পর এই সিদ্ধান্ত নেন তিনি। পোল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন প্রকাশিত এক বিবৃতিতে প্রোবিয়েজ বলেন, “বর্তমান পরিস্থিতি বিবেচনায় করে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, জাতীয় দলের স্বার্থে আমার পদত্যাগই সবচেয়ে ভালো সিদ্ধান্ত।”
কয়েকদিন আগেই লেওয়ানডোস্কি জাতীয় দল ছাড়ার ঘোষণা দেন। তিনি জানান, কোচের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন তিনি। এক সাক্ষাৎকারে লেওয়ানডোস্কি বলেন, কোচ ফোনে মাত্র এক মিনিটের কথোপকথনে তাকে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা জানান।
তিনি বলেন, “আমি তখন আমার সন্তানদের ঘুম পাড়াচ্ছিলাম, হঠাৎ করেই কোচ প্রোবিয়েজ ফোন করে বলেন যে তিনি আমার কাছ থেকে আর্মব্যান্ড (অধিনায়কত্ব) কেড়ে নিচ্ছেন। আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। কথোপকথনটি এক মিনিটের বেশি স্থায়ী হয়নি। আমি তখনও আমার পরিবারকে কিছু জানাতে পারিনি, হঠাৎ করেই পোল্যান্ড ফুটবল এসোসিয়েশনের ওয়েবসাইটে এই বিষয়ে একটি বার্তা চলে আসে। যেভাবে বিষয়টি আমাকে জানানো হয়েছে, তা সত্যিই অবাক করার মতো।”
এই ঘটনার পর পোল্যান্ড দল ফিনল্যান্ডের কাছে ২-১ গোলে লজ্জাজনকভাবে পরাজিত হয়, যা ইউরো চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জনের সম্ভাবনাকেই প্রশ্নবিদ্ধ করে তোলে। ৩৬ বছর বয়সী লেওয়ানডোস্কি এখন পর্যন্ত পোল্যান্ডের হয়ে রেকর্ড ১৫৮টি ম্যাচ খেলেছেন এবং সর্বোচ্চ ৮৫টি গোল করেছেন। তাকে পোল্যান্ডের ইতিহাসের সবচেয়ে সেরা ফুটবলার হিসেবেই ধরা হয়।
প্রোবিয়েজ ২০২৩ সালের সেপ্টেম্বরে সাবেক কোচ ফার্নান্দো সান্তোসের ব্যর্থ মেয়াদের পর দলের দায়িত্ব গ্রহণ করেন। তিনি ইউরো ২০২৪-এ পোল্যান্ডের যোগ্যতা নিশ্চিত করলেও সাম্প্রতিক সময়ে দল দুর্বল পারফরম্যান্স করছে।
ঘটনার গুরুত্ব বিবেচনায় করে পোল্যান্ড ফুটবল এসোসিয়েশনের সভাপতি চেজারি কুলেশা বুধবার প্রোবিয়েজকে তলব করেছিলেন আলোচনার জন্য।