গ্রুপ এ থেকে কোন দল কিভাবে যাবে শেষ ষোলোয়? জানুন সমীকরণ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে চলতি ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ রাউন্ড। এবং শেষ ষোলোয় যাওয়ার সমীকরণের কারণে গ্রুপের দুটি ম্যাচ একই সময়ে ফেলা হয়েছে।
এই পরিস্থিতিতে মঙ্গলবার ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে আটটায় মুখোমুখি হবে গ্রুপ এ এর চারটি দল। ইকুয়েডর ও সেনেগাল খেলবে খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে, এদিকে নেদারল্যান্ড ও কাতার খেলবে আল বায়ত স্টেডিয়ামে।
ইতিমধ্যেই কাতার চলতি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। এই পরিস্থিতিতে কোন সমীকরণে শেষ ষোলোয় যেতে পারবে নেদারল্যান্ডস, সেনেগাল ও ইকুয়েডরের মধ্যে কোনও দুটি দল। চলুন জেনে নিই।
সেনেগালের বিরুদ্ধে জিতলে বা ড্র করলেই ইকুয়েডর পরের রাউন্ডে উঠে যাবে। তবে সেনেগালের বিরুদ্ধে হারলে পরিস্থিতি কঠিন হয়ে যাবে ইকুয়েডরের। সেক্ষেত্রে কাতারকে হারাতে হবে শক্তিশালী নেদারল্যান্ডসকে।
কাতারের বিরুদ্ধে জয় বা ড্র পেলেই পরের রাউন্ডে চলে যাবে নেদারল্যান্ডস। তবে পরাজিত হলে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে ইকুয়েডর-সেনেগাল ম্যাচে। সেই ম্যাচে সেনেগাল বা ইকুয়েডর জিতলে গোল পার্থক্যে উঠে যাবে নেদারল্যান্ডস। তবে যদি তারা কাতারের কাছে তিন গোলের ব্যবধানে হারে এবং ইকুয়েডর-সেনেগাল ম্যাচ ড্র হয়, তাহলে ছিটকে যাবে নেদারল্যান্ডস।
এদিকে সেনেগালের ক্ষেত্রে ইকুয়েডরের বিরুদ্ধে জিততেই হবে। ড্র হলে সেক্ষেত্রে নেদারল্যান্ডসকে তিন গোলের ব্যবধানে হারতে হবে কাতারের কাছে, তবেই উঠতে পারবে সেনেগাল। তবে ইকুয়েডরের কাছে হেরে গেলে বিদায় সেনেগালের।