ক্লপের আক্রমণে অবাক নন পেপ গুয়ার্দিওলা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ গত সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যানফিল্ডের মাঠে পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে পরাজিত করে ক্লপের লিভারপুল। ম্যাচ শেষে জুর্গেন ক্লপ সংবাদ মাধ্যমকে জানান, "বিশ্ব ফুটবলে তিনটি ক্লাব আছে যারা আর্থিক ভাবে যা খুশি করতে পারে। এবং এটি আইনত ন্যায্য।" তাঁর এই আক্রমণাত্মক মন্তব্য ম্যানচেস্টার সিটি, পিএসজি এবং নিউক্যাসেল ইউনাইটেডকে লক্ষ্য করে বলা হয়।
এরপর ফুটবল ভক্তদের মধ্যে যুক্তি, পালটা যুক্তির ঝড় ওঠে। এবার ম্যানচেস্টার সিটির প্রশিক্ষক পেপ, ক্লপের এমন আক্রমণাত্মক মন্তব্যের উপর সম্প্রতি নিজের প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, "প্রথমত, এটি কোনো অবাক হওয়ার বিষয় নয়। কারণ এই কথাটি উনি প্রথম বার বলছেন না, সে এই কথা গত পাঁচ ছয় বছর ধরে বলে আসছেন।"
এর সাথে পেপ বলেন, "লিভারপুল দল নিয়ে ক্লপের থেকে বেশি আশাবাদী মনে হয় আমি। সবে ১০ টি করে ম্যাচ হয়েছে, এরপর বিশ্বকাপ আছে তাঁর পর প্রচুর ম্যাচ খেলা বাকি আছে। এর মধ্যে ইউরোপীয় টুর্নামেন্ট থাকবে, ঘরোয়া কাপ থাকবে, চোট-আঘাত থাকবে।"
পেপ মনে করেন যেখানে সবে ১০ টি ম্যাচ খেলা হয়েছে সেখানে কোটি কোটি ঘটনা ঘটতে পারে।