ক্রোমার হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন তকমাকে আরও উজ্বল করল পিয়ারলেস, গোলের মালা পড়ল টালিগঞ্জ

পিয়ারলেস স্পোর্টিং ক্লাব - ৬ (পঙ্কজ মৌলা, বেত্তাত গিউফাং, ক্রোমা - হ্যাটট্রিক, শ্যাম)
টালিগঞ্জ অগ্রগামী ক্লাব - ২ (ক্রিস্টোফার - ২ (পেনাল্টি))
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একেবারে চ্যাম্পিয়নের মতই খেলল গতবারের কলকাতা লিগ বিজয়ী পিয়ারলেস। আর আবারও ছন্দে ফিরলেন লাইবেরিয়ান ফরোয়ার্ড আনসুমানা ক্রোমা। দুরন্ত হ্যাটট্রিক করলেন, গোলও করালেন, আর এর জেরে টালিগঞ্জ অগ্রগামীকে গোলের মালা পড়িয়ে দিল পিয়ারলেস।
বৃষ্টির জেরে ইস্টবেঙ্গল-এরিয়ান মাঠের অবস্থা একেবারে কর্দমাক্ত হয়ে গিয়েছিল। তারই মধ্যে খেলতে বাধ্য হল দুই দলের ফুটবলাররা। ১০ মিনিটের পরেই গোলের বন্যা শুরু পিয়ারলেসের। ১৪ মিনিটে টালিগঞ্জের অফসাইড ট্র্যাপকে টপকে ক্রোমার পাসে গোল করেন পঙ্কজ মৌলা।
এরপর দুই মিনিটের ব্যবধানে দুটি গোল পিয়ারলেসের। ২২ মিনিটে বেত্তাত গিউফাং এবং ২৪ মিনিটে ক্রোমা গোল করেন। এরপর ৩৪ ও ৪৩ মিনিটে পরপর দুটি গোল করেন ক্রোমা। প্রথমার্ধেই পাঁচ গোলে এগিয়ে যায় পিয়ারলেস।
এরপর দ্বিতীয়ার্ধে কিছুটা ফিরে আসে টালিগঞ্জ অগ্রগামী। ৬৩ মিনিটে বিশ্বজিত দাসের পাসে গোল করেন চিজোবা ক্রিস্টোফার। এরপর দীর্ঘ সময় ধরে দুই দল গোলের মরিয়া চেষ্টা চালিয়ে গিয়েছিল। ৮২ মিনিটে পিয়ারলেসের অমিত টুডু বক্সের মধ্যে হ্যান্ডবল করেন, যার জেরে পেনাল্টি পায় টালিগঞ্জ। স্পট থেকে সহজে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন ক্রিস্টোফার।
তবে ৯০ মিনিটে ক্রোমার শট বারে লেগে সেই রিবাউন্ড ধরে পিয়ারলেসের ষষ্ঠ গোল করেন শ্যাম। আর এর জেরে দুর্দান্ত ধারা অব্যাহত রেখেছে গতবারের চ্যাম্পিয়নরা।