ডার্বি জিতে দর্শকদের সাথে আনন্দ করতে চান মহামেডানের উসমান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ১ নভেম্বর আরও এক কলকাতা ডার্বি। এবার ইস্টবেঙ্গল মুখোমুখি হবে মহামেডান দলের সাথে। মহামেডান স্পোর্টিং ক্লাব ইতিমধ্যে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়ে গেছে। তবু তাঁরা গুরুত্ব দিচ্ছে এই ম্যাচকে।
মহামেডান দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তথা রক্ষণভাগের বিদেশী খেলোয়াড় উসমান ডার্বি নিয়ে জানিয়েছেন, "ডার্বি ম্যাচ আমরা জিততে চাই। আমাদের নিজেদের জন্য, আমাদের সমর্থকদের জন্য এবং আইলিগের প্রস্তুতির জন্য এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইস্টবেঙ্গল যথেষ্ট বড় এবং ভাল দল। তাই একটি কঠিন ম্যাচ হবে।"
সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, "সমর্থকেরা মাঠে আসুন এবং আমাদের সমর্থন করুন। লিগ জয়ের আনন্দ আমরা একসাথে করব।"