এমবাপ্পের থেকেও বড় খেলোয়াড় ডেম্বেলে - সাহসী বার্তা বার্সিলোনা সভাপতি জোয়ান লাপোর্তার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০১৭ সালে এফসি বার্সিলোনা ১৩৫ মিলিয়ন ইউরো দিয়ে বরুসিয়া ডর্টমুন্ড থেকে উসমান ডেম্বেলেকে নিয়ে এসেছিল এফসি বার্সিলোনা। তবে তারপর থেকে সেভাবে জায়গা করে নিতে পারেননি ফরাসি এই উইঙ্গার। চোট-আঘাত ও অফ ফর্মের জেরে অধিকাংশ সময় বেঞ্চে বা মাঠের বাইরে থেকেছেন ২৪ বছরের ডেম্বেলে।
এই পরিস্থিতিতে এবার শোনা যাচ্ছে, আসন্ন জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ডেম্বেলেকে বিক্রি করে দিতে চাইছে বার্সিলোনা। যেহেতু ২০২২ এর মরশুম শেষে ডেম্বেলের চুক্তি শেষ হবে, ফলে তার আগে অর্থ দিয়ে ডেম্বেলেকে অন্য ক্লাবে দিতে চাইছে বার্সা।
তবে এই ধরণের জল্পনার মাঝে বার্সার সভাপতি জোয়ান লাপোর্তা জানিয়েছেন, অন্য ক্লাবের অফার থাকলেও ডেম্বেলে বার্সিলোনায় থাকতে ইচ্ছুক। এমনকি, ডেম্বেলের উপর এতটাই আস্থা রয়েছে লাপোর্তার, যে তাকে সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের থেকেও বড় খেলোয়াড়ের আখ্যান দিয়েছেন।
এই নিয়ে এক টিভি চ্যানেলের সাথে সাক্ষাৎকারে লাপোর্তা বলেছেন, "আমাদের ডেম্বেলের সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে, আর ও এখানে থাকতে চায়। আমরাও ওকে রাখতে চাই কারণ ও একজন দারুণ খেলোয়াড়। এই পরিস্থিতিগুলিতে প্রতিনিধিদের সাথে কথাবার্তা বলতে হয় যারা খেলোয়াড়ের সেরাটা চায়। আমি ডেম্বেলেকে নিয়ে উৎসাহী। ও কিলিয়ান এমবাপ্পের থেকেও বড় খেলোয়াড়।"
যা খবর, তাতে ম্যানচেস্টার ইউনাইটেড, নিউক্যাসল ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পার আগ্রহী উসমান ডেম্বেলেকে পাওয়ার জন্য।