ফেরেঙ্ক পুসকাসকে ছোঁয়ার পর এখন এই চার ফুটবলার এগিয়ে রয়েছেন সুনীল ছেত্রীর থেকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত মঙ্গলবার হংকংয়ের বিরুদ্ধে গোল করে বিশেষ কীর্তি অর্জন করেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। আন্তর্জাতিক ফুটবলে ৮৪টি গোল করে ছুঁয়েছেন হাঙ্গেরির কিংবদন্তি ফুটবলার ফেরেঙ্ক পুসকাসকে।
এবং এই কীর্তি অর্জনের পর কেবল চারজন ফুটবলারই আন্তর্জাতিক ফুটবলে গোল করার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন সুনীল ছেত্রীর থেকে। সর্বকালীন আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল করার ক্ষেত্রে পুসকাসের সাথে যুগ্ম পঞ্চম স্থানে রয়েছেন ভারতীয় অধিনায়ক। ১২৯ ম্যাচে ৮৪ গোল করেছেন ছেত্রী।
চতুর্থ স্থানে রয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। ১৬২ ম্যাচে ৮৬ গোল করেছেন তিনি। তৃতীয় স্থানে মালয়েশিয়ার মোখতার দাহারি, ১৪২ ম্যাচে ৮৯ গোল করেছেন তিনি। দ্বিতীয় স্থানে ১০৯ গোল করে রয়েছেন ইরানের আলি দায়ি। আর শীর্ষে রয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ১৮৯ ম্যাচে ১১৭ গোল করেছেন।
এর মধ্যে কেবল মেসি ও রোনাল্ডোই বর্তমানে ফুটবল খেলছেন। এছাড়া এই তালিকায় সুনীলের ঠিক পিছনে রয়েছেন সংযুক্ত আরব আমিরশাহির আলি মাবখৌত, ১০৭ ম্যাচে ৮০ গোল রয়েছে তার।
ফলে সব মিলিয়ে, সুনীল ছেত্রীর সামনে সুযোগ রয়েছে তালিকায় উপরে ওঠার। ২০২৩ এশিয়ান কাপ তো রয়েইছে, তার আগে একাধিক প্রীতি ম্যাচ খেলতে পারে ভারত। ফলে সুনীলের কাছে আরও বেশি গোল করার সুযোগ রয়েছে।