লজ্জার খেলা বজায় রাখল ইস্টবেঙ্গল! দূর্বল নর্থইস্ট হয়ে গেল বাঘ

নর্থইস্ট ইউনাইটেড এফসি - ২ (ভিপি সুহের, প্যাট্রিক ফ্লোটম্যান)
এসসি ইস্টবেঙ্গল - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ধুঁকতে থাকা নর্থইস্ট ইউনাইটেডের কাছেও হেরে বসল এসসি ইস্টবেঙ্গল। আর এরই সাথে সমর্থকদের হতাশা অব্যাহতই রইল। আর কত লজ্জা হজম করবে লাল-হলুদ সমর্থকরা, এ প্রশ্ন উঠছেই।
শুরু থেকে ইস্টবেঙ্গল কিছুটা চাপ তৈরি করলেও নর্থইস্ট ভালো পাসিং ফুটবল খেলে খেলাটি ধরে নেয়। প্রথমার্ধের শেষের দিকে ড্যানিয়েল চিমা ও আন্তোনিও পেরোসেভিচ সহজ সুযোগ মিস করেন।
এদিকে দ্বিতীয়ার্ধে নর্থইস্ট পুরো খেলা ধরে নেয়, এসসি ইস্টবেঙ্গল আক্রমণে উঠলেও সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি। ৬০ মিনিটে ইস্টবেঙ্গল ডিফেন্সের ভুলে বল পেয়ে গোল করেন ভিপি সুহের। আর ৬৮ মিনিটে ফ্রিকিক থেকে হেড করে গোল করে প্যাট্রিক ফ্লোটল্যান। এদিকে অতিরিক্ত সময়ের শেষের দিকে লাল কার্ড দেখেন পেরোসেভিচ।