ইস্টবেঙ্গল কঠিন দল জানালেন নর্থ ইস্ট হেড কোচ মার্কো বালবুল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইএসএলের প্রথম দুই ম্যাচে হারের পর শতাব্দী প্রাচীন ক্লাব ইস্টবেঙ্গল বেশ চাপে। সামনেই আইএসএল ডার্বি। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে স্টিফেন কনস্ট্যানটাইনের দলকে মুখোমুখি হতে হবে নর্থ ইস্ট ইউনাইটেডের। আগামীকাল গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে নর্থ ইস্টের বিরুদ্ধে নামার আগে লাল হলুদ দল কঠোর পরিশ্রম করেছে বলে জানিয়েছেন কোচ স্টিফেন। তিনি জানিয়েছেন নর্থ ইস্ট ম্যাচ কঠিন হতে চলেছে। অন্যদিকে নর্থ ইস্ট ইউনাইটেডের প্রশিক্ষক মার্কো বালবুল জানিয়েছেন ইস্টবেঙ্গল দলের আক্রমণ ভাগকে তিনি যথেষ্ট সমীহ করছেন।
সাংবাদিক সম্মেলনে মার্কো জানিয়েছেন, "ইস্টবেঙ্গল দল আগের ম্যাচ গুলি হারলেও তাঁরা যথেষ্ট ভালো খেলেছে, বিশেষত তাদের আক্রমণ ভাগ। ম্যাচটি যথেষ্ট কঠিন এবং চাপের হতে চলেছে। তাদের খেলার ধরণ আমাদের খেলার ধরণের থেকে সম্পূর্ণ আলাদা। ইস্টবেঙ্গল অনেক অ্যাডভানস ফুটবল খেলে। আমাদের অনেক সাবধান থাকতে হবে। ইস্টবেঙ্গলের ভাল মানের ভারতীয় খেলোয়াড় রয়েছে। তবে আমরা আমাদের দল নিয়ে ভাবছি।"
এই মুহূর্তে লিগের শেষ দুই স্থানে রয়েছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব এবং নর্থ ইস্ট ইউনাইটেড। এই ম্যাচে যে দল জয় লাভ করতে পারবে, তাদের আইএসএলের আগামী ম্যাচগুলির জন্য মনোবল বাড়বে এবং খেলোয়াড়রা আরও উজ্জীবিত হবেন।