ব্যালন ডি ওর নিয়ে ক্ষোভপ্রকাশ নেইমারের, দিলেন এই বড় বার্তা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কয়েক দিন আগে ঐতিহ্যশালী ব্যালন ডি অর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। আর সেখানে সেরা পুরুষ ফুটবলার হিসেবে বিজয়ী হন রিয়াল মাদ্রিদের তারকা ফরাসি ফরোয়ার্ড করিম বেঞ্জেমা।
আর এই সিদ্ধান্তে খুশি ফুটবল মহল। প্রত্যেকেই মনে করেছেন, বেঞ্জেমাই যোগ্য ব্যালন ডি অরের জন্য। তবে এই পুরষ্কারের যে ক্রমতালিকা প্রকাশিত হয়েছে, সেটি নিয়ে কিছু বিতর্ক তৈরি হয়েছে।
এর মধ্যে সব থেকে বড় বিষয় হল, ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রের স্থান। এবারের ব্যালন ডি অরের তালিকায় একেবারে অষ্টম স্থানে রয়েছেন ভিনি। আর এই নিয়ে এবার ক্ষোভপ্রকাশ করেছেন নেইমার।
এই নিয়ে নেইমার নিজের টুইটারে লিখেছেন, "বেঞ্জেমা ব্যালন ডি অরের যোগ্য বিজয়ী। তবে ভিনির জন্য অষ্টম স্থান, অসম্ভব! অন্ততপক্ষে সেরা তিনে থাকা উচিত ছিল।"
২০২১-২২ মরশুমে রিয়াল মাদ্রিদের হয়ে দুরন্ত মরশুম কাটিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। ৪২টি গোলের ক্ষেত্রে অবদান রয়েছেন ব্রাজিলিয়ান এই উইঙ্গারের। ভিনির এই পারফর্মেন্স ব্রাজিল দলে তার জায়গা পাকা হয়ে গিয়েছে। আসন্ন ফিফা বিশ্বকাপে লেফট উইংয়ে ভিনিই শুরু করবেন, এমনটা নিশ্চিতভাবে বলাই যায়।