ভারতীয় দলে সুযোগ পেলেন দীপেন্দু, দলে আরও দুই বাঙালি

Photo-X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বৃহস্পতিবার ভারতের অনূর্ধ্ব-২৩ পুরুষ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ নওশাদ মূসা তাজিকিস্তানে হতে চলা প্রীতি ম্যাচগুলোর জন্য ২৯ জনের সম্ভাব্য স্কোয়াড ঘোষণা করেছেন।
আগামী মাসে ভারতীয় অনূর্ধ্ব-২৩ দল তাজিকিস্তান অনূর্ধ্ব-২৩ ও কিরগিজ প্রজাতন্ত্র অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৮ ও ২১ জুন। এই উদ্যোগ এআইএফএফের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ।
অনূর্ধ্ব-২৩ দলটি ১ জুন কলকাতায় ক্যাম্প শুরু করবে এবং সেখানে অনুশীলনের পর ১৬ জুন দুশানবে রওনা দেবে।
এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় এআইএফএফ ভারতের অনূর্ধ্ব-২৩ দলের জন্য ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোগুলোকে কাজে লাগিয়ে ক্যাম্প এবং এক্সপোজার ম্যাচের আয়োজন করছে। এর উদ্দেশ্য হলো চলতি বছরের শেষ দিকে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স এবং ২০২৬ সালে জাপানে এশিয়ান গেমসের প্রস্তুতি নেওয়া।
এই সম্ভাব্য দলে সুযোগ পেয়েছেন তরুণ বাঙালি ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস। যিনি ইতিমধ্যে মোহনবাগানের হয়ে নজর কেড়েছেন শেষ মরসুমে। দীপেন্দু ছাড়াও বাংলা থেকে সুযোগ পেয়েছেন শুভম ভট্টাচার্য এবং সুমন দে।
জুন মাসের প্রীতি ম্যাচ সূচি:
• ১৮ জুন: তাজিকিস্তান বনাম ভারত
• ২১ জুন: কিরগিজ প্রজাতন্ত্র বনাম ভারত
সম্ভাব্য অনূর্ধ্ব ২৩ ভারতীয় দলের শিবিরে জায়গা পেলেন বাংলার দীপেন্দু বিশ্বাস। #DippenduBiswas #IndianFootball #BanglaFootball #MohunBagan #XtraTimeBangla pic.twitter.com/f9PLeGeuqo
— XtratimeBangla (@XtratimeB) May 22, 2025
গোলরক্ষক: সাহিল, প্রিয়াংশ দুবে, মোহাম্মদ আরবাজ
ডিফেন্ডার: নিখিল বারলা, দীপেন্দু বিশ্বাস, বিকাশ ইয়ামনাম, পরমবীর, ক্লারেন্স ফার্নান্দেজ, সাজাদ হুসেন পর্রে, মহম্মদ সাহিফ, শুভম ভট্টাচার্য, সুমন দে
মিডফিল্ডার: ভিবিন মোহনন, লালরেমতলুয়াঙ্গা ফানাই, বিনিথ ভেঙ্কটেশ, হর্ষ পাত্রে, রাহুল রাজু, লালরিনলিয়ানা হ্নামতে, ম্যাকার্টন লুইস নিকসন, মাংলেনথাং কিপগেন, চিনগাংবাম শিভালদো সিং, মোহাম্মদ আইমেন, হুইদ্রোম থোই সিং।
ফরোয়ার্ড: পার্থিব সুন্দর গোগোই, মোহাম্মদ সুহেল, কোরৌ সিং থিনগুজাম, মোহাম্মদ সানান কে, অ্যালান শাজি, জোসেফ সানি
কোচিং স্টাফ:
• প্রধান কোচ: নওশাদ মূসা
• সহকারী কোচ: রেমাস দ্যামিয়াও গোমস
• গোলরক্ষক কোচ: দীপঙ্কর চৌধুরী
• শক্তি ও কন্ডিশনিং কোচ: দিবাকর মনোহর