রোনাল্ডিনহো চিটার, বড্ড বাঁ পায়ে খেলেন মেসি - বার্সিলোনাকে নিয়ে বিতর্ক তৈরি করেছিলেন মোরিনহো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ফুটবল জগতে প্রায়শই দেখা যায়, কোনও ম্যাচের আগে দলের কোচ তার প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের নিয়ে একটি স্কাউটিং রিপোর্ট তৈরি করেন। এবং এরকমই রিপোর্ট তৈরি করতে পছন্দ করেন প্রখ্যাত কোচ জোসে মোরিনহো। কিন্তু লিওনেল মেসি ও রোনাল্ডিনহোকে নিয়ে স্কাউটিং করতে গিয়ে বেশ বিতর্কিত রিপোর্ট করেছিলেন মোরিনহো।
২০০৫-০৬ চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে মুখোমুখি হয়েছিল বার্সিলোনা ও চেলসি। আর সেই ম্যাচের আগে প্রতিপক্ষ বার্সিলোনার তারকাদের নিয়ে স্কাউটিং রিপোর্ট তৈরি করেছিলেন মোরিনহো। কিন্তু সেখানে বেশ কিছু তারকাদের নিয়ে মোরিনহো যে রিপোর্ট তুলে এনেছিলেন, তা বেশ আশ্চর্যজনক।
দ্য মিরর এর রিপোর্ট অনুযায়ী, সেই সময়ে বার্সিলোনার হয়ে খেলা রোনাল্ডিনহোকে নিয়ে মোরিনহো ব্যাখ্যা করেছিলেন, "খুবই খারাপ ডিফেন্সিভ ট্রানজিশন এবং ডিফেন্সিভ কাজ খুব খারাপ। চিটার - সহজে পড়ে যান।"
এদিকে বার্সিলোনার ডিফেন্সের স্তম্ভ পুয়োলকে নিয়ে মোরিনহো লিখেছিলেন, "আগ্রাসী কিন্তু বড্ড আবেগী। ওনার বিরুদ্ধে ফাউল হলে পাগল হয়ে যান এবং দ্বন্দ্বের সময়ে রেগে যান। আগ্রাসী ডিফেন্ডার, শরীরকে ব্যবহার করে ডিফেন্ড করেন। তবে খুব খারাপ পজিশনাল সেন্স। এবং ডিফেন্সে খারাপ নেতৃত্ব দেন।"
তবে এত নেতিবাচকতা সত্ত্বেও দুই তারকাকে নিয়ে ইতিবাচক কথা তুলে ধরেছিলেন মোরিনহো। আন্দ্রেস ইনিয়েস্তা ও লিওনেল মেসিকে নিয়ে প্রশংসা করেন মোরিনহো, যদিও তাদের দূর্বলতা প্রকাশ করেছিলেন তিনি।
ইনিয়েস্তাকে নিয়ে মোরিনহো লিখেছিলেন, "সর্বদাই বেঞ্চ থেকে উঠে আসেন, খুবই ডায়নামিক খেলোয়াড়। নড়াচড়া ও কার্যকারীতায় অত্যন্ত গতিশীল এবং খুবই কঠিন খেলোয়াড়।"
এদিকে মেসিকে নিয়ে মোরিনহোর নিজের রিপোর্টে লিখেছিলেন, "গতির সাথে গুণের অসাধারণ মিশেল, তবে বড্ড বেশি বাঁ পা ব্যবহার করেন, অনেকটা রোনাল্ডিনহোর মত। ডায়াগোনাল লাইনে ঢোকেন। বল নিয়ে দলকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেন। ওয়ান ভার্সেস ওয়ানে অসাধারণ।"
তবে মোরিনহোর এই রিপোর্টে লাভ হয়নি চেলসির। প্রথম লেগে ক্যাম্প ন্যুতে ১-১ ড্র করার পর স্ট্যাম্ফোর্ড ব্রিজে বিতর্কিতভাবে ২-১ ফলে জয়ী হয় বার্সিলোনা। যার ফলে অ্যাগ্রেগেটে ৩-২ ফলে জিতে যায় বার্সিলোনা।