এক লাখেরও বেশি শিশু দেখবে অনুর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপের খেলা, জানাল ফিফা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সম্প্রতি ফিফার তরফে জানানো হয়েছে যে ভারতে অনুষ্ঠিত ফিফা অনুর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ দেখবে এক লক্ষেরও বেশি কচি-কাঁচা ফুটবল সমর্থক। ফিফার এই টুর্নামেন্টটি ভুবনেশ্বর, মার্গাও এবং নবি মুম্বাইতে আয়োজিত হচ্ছে।
১১ই অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত চলবে এই বিশ্বকাপ। টুর্নামেন্টের অন্যতম প্রজেক্ট ডিরেক্টর নন্দিনী অরোরা জানান, অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপে ১ লাখ ২০ হাজারেরও বেশি শিশু স্টেডিয়ামে খেলা দেখতে আসবে।
নন্দিনী জানিয়েছেন, "আমরা প্রত্যেকটি আয়োজক দেশের আঞ্চলিক পৌরসভা, পুলিশ এবং শিক্ষক-শিক্ষিকাদের ধন্যবাদ জানাতে চাই। তাঁরা বাচ্চাদের সহচারী হয়ে উঠেছেন বলেই আমাদের এই সুন্দর উদ্দেশ্য সফল হয়েছে। প্রায় ১,২০,০০০ বাচ্চা স্টেডিয়ামে বসে ম্যাচ দেখার সুযোগ পাবে।"
ফিফার তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই কয়েক হাজার শিশু খেলা উপভোগ করেছে। ভবিষ্যতে বাকি ম্যাচগুলিতেও আরও শিশূ খেলা উপভোগ করবে।