লক্ষ্য ডার্বিতে ৯-এ-৯! মোহনবাগানের কোন একাদশ খেলাবেন জুয়ান ফেরান্দো? জানুন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শেষ ৮টি ডার্বির রঙ হয়েছে সবুজ মেরুন। শনিবার টানা ৯টি ডার্বি জয়ের লক্ষ্যে পূর্ণ শক্তির দল নিয়েই নামতে চলেছেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। ইতিমধ্যে সিনিয়র দলের ফুটবলারদের নথিভুক্ত করা হয়েছে ডুরান্ড কাপের জন্য। সিনিয়র জুনিয়র মিলিয়ে জোরকদমে প্রস্তুতিও সেরেছে মোহনবাগান।
যদিও প্রতিপক্ষ ইস্টবেঙ্গলকে সমীহ করছেন কোচ জুয়ান তবে খাতায় কলমে এগিয়ে তাঁর দল। সামনেই এএফসি কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে নতুন দেশি-বিদেশি ফুটবলারদের দেখে নেওয়ার মঞ্চও এই ডার্বি।
আরও পড়ুন-তিন পয়েন্টের লক্ষ্য নিয়ে ডার্বিতে এই দল নামাতে চলেছে ইস্টবেঙ্গল
ইতিমধ্যে গত ডুরান্ড কাপের ম্যাচে বিশাল কাইথ, শুভাশিস বোস, হুগো বুমোস, দিমিত্রি পেত্রাতোসেরা মাঠে নেমেছিলেন। প্রথম ম্যাচে ছিলেন মনবীর লিস্টনরাও। নতুন সংযোগ কামিংস-সাহাল-থাপা কি নামবেন বড় ম্যাচে সেই জল্পনার অবসান ঘটবে আর কয়েকঘন্টা পরেই৷ খবর অনুযায়ী দলের তারকা খেলোয়াড়দের মাঠে দেখার সুযোগ পাবে সবুজ মেরুন ব্রিগেড।
গোলকিপার- বিশাল কাইথ
ডিফেন্ডার- আশিষ রাই, আনোয়ার আলি, ব্র্যান্ডন হ্যামিল, শুভাশিস বোস
মিডফিল্ডার- অনিরুধ থাপা, হুগো বুমোস
উইঙ্গার- আশিক কুরুনিয়ন, মনবীর সিং
ফরোয়ার্ড- দিমিত্রি পেত্রাতোস, সুহেল ভাট