ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারাতে এই বড়সড় যোগদান করাল মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ১২ আগস্ট ডুরান্ড কাপে মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। এবং গত কয়েক বছরের মত, এই বছরও ছন্দে ও ফেভারিট হিসেবেই নামছে সবুজ-মেরুণ ব্রিগেড। কলকাতা ডার্বিতে ৯-এ ৯ করার লক্ষ্যেই আবার ইস্টবেঙ্গলকে হারাতে মরিয়া জুয়ান ফেরান্ডোর ছেলেরা।
আরও পড়ুন - ডার্বির টিকিট নিয়ে ডুরান্ড কমিটির সিদ্ধান্তে ক্ষুব্ধ ইস্টবেঙ্গল! বড় ম্যাচ বয়কটের সম্ভাবনা
এই পরিস্থিতিতে ডার্বির জন্য দলে বড়সড় যোগদান করাল মোহনবাগান। যা খবর, ডার্বির আগে ডুরান্ড কাপে মোহনবাগান সুপার জায়ান্ট রেজিস্টার করাল ভারতীয় মিডফিল্ডার অনিরুধ থাপা ও বিশ্বকাপার অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড জেসন কামিংসকে।
এর আগে পাঞ্জাব এফসির বিরুদ্ধে মোহনবাগানের হয়ে খেলেন হুগো বুমোস, ব্র্যান্ডন হ্যামিল, দিমিত্রি পেত্রাতোসের মত তারকা বিদেশি সহ আনোয়ার আলি, শুভাশিস বসুরা। এবার থাপা ও কামিংসের যোগদানে আরও শক্তি বাড়ল মোহনবাগানের।
ফলে যা সম্ভাবনা, আগামী ১৬ আগস্ট এএফসি কাপ প্রিলিমিনারি ম্যাচের জন্য ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সিনিয়র খেলোয়াড়দের দেখে নিতে পারেন জুয়ান ফেরান্ডো, যা নিঃসন্দেহে চিন্তা বাড়াবে ইস্টবেঙ্গলের জন্য।