এক্সক্লুজিভঃ মোহনবাগান কী কলকাতা লিগ খেলবে? রয়েছে কিছু শর্ত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইএফএর কাছে ৪ জানুয়ারি এটিকে মোহনবাগানের তরফে এক বড়সড় প্রস্তাব রাখা হয়েছে, যা আগামী দিনের বাংলার ফুটবলের বিশাল বদল আনতে পারে। এটিকে মোহনবাগানের তরফে আইএফএর সচীবকে একটি চিঠি পাঠানো হয়েছে যেখানে বিষয়ের নাম আইএফএ শিল্ড এবং সিএফএল প্রিমিয়ার ডিভিশন "এ"।
এই চিঠিতে বলা হয়েছে দেশীয় খেলোয়াড়দের আরও বেশি সুযোগ পাওয়ার জন্য এবং তাদের উন্নতির জন্য আইএফএর উচিত শিল্ড এবং সিএফেলের প্রিমিয়র ডিভিশনে বিদেশি নিষেধ করা।
চিঠির প্রথমে আইএফএর কাছে সবুজ মেরুণ ম্যানেজমেন্ট জানতে চেয়েছে আসন্ন শিল্ড এবং সিএফএল এর নিয়মকানুন এবং সময়সূচী। এরপর সেই চিঠিতে বলা হয়েছে যে, সর্বভারতীয় ফুটবল সংস্থা এআইএফএফ ইতিমধ্যেই আইলিগের দ্বিতীয় ডিভিশনে বিদেশি খেলানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে, যা প্রশংসনীয়।
ভারতীয় ফুটবল বর্তমানে এক রুপান্তর পর্বে রয়েছে। ভারতীয় ফুটবলারদের এখন যত বেশি সম্ভব খেলার সময়ের প্রয়োজন। ভারতের স্ট্রাইকার এবং ডিফেন্ডারের মতো গুরুত্বপূর্ণ পজিশনে খেলোয়াড় প্রয়োজন।
এই কারণেই এটিকে মোহনবাগানের তরফে এই প্রস্তাব আইএফএকে দেওয়া হয়েছে। এই চিঠির পর মনে করা হচ্ছে যে, শিল্ড এবং সিএফএল যদি বিদেশিহীন হয় তাহলে সম্ভবত এটিকে মোহনবাগান শিল্ড এবং সিএফএলে তাদের দল নামাতে চলেছে। এই শর্ত কি মেনে নেবে আইএফে কর্তৃপক্ষ?
সম্প্রতি দেখা গেছে সিএফএল এবং শিল্ডে কোন বিদেশি খেলানো হবে সেই নিয়ে সমস্যায় পরেছেন এটিকে মোহনবাগানের ম্যানেজমেন্ট। কারণ এটিকে মোহনবাগানে যে সমস্ত বিদেশিরা খেলেন, তারা প্রত্যেকেই অনেক হাই প্রোফাইলের হন এবং সারাবছর তারা ভারতের মাটিতে ফুটবল খেলেন না। বিদেশি হীন সিএফএল হলে একদিকে যেমন বড় দলগুলি তাদের দেশীয় খেলোয়াড়দের প্রস্তুত করে নিতে পারবেন তেমনই লিগ জেতার সুযোগ পাবে বাংলার ছোট দলগুলি।