এক্সক্লুসিভ! এই বছর আইএসএল খেলছে না মহমেডান স্পোর্টিং ক্লাব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইএসএল কি খেলবে মহমেডান স্পোর্টিং ক্লাব? এই নিয়ে সমর্থকদের মধ্যে প্রশ্ন চলছেই। আশা করে আছেন সমর্থকরা, তাদের প্রিয় ক্লাব খেলবে দেশের সেরা লিগে।
কিন্তু যা খবর উঠে এসেছে, তাতে হতাশ হতে হবে সমর্থকদের। যা খবর, এই বছর আইএসএল খেলবে না মহমেডান।
ফেডারেশনের তরফ থেকেও আগেও বার্তা এসেছিল, এই বছর নতুন দলের জন্য বিড ছাড়া হবে না আইএসএলের জন্য। এবং যেহেতু বিড পেপার ছাড়া হবে না, ফলে আইএসএলের জন্য আবেদন করবে না মহমেডান।
এদিকে ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস ও শীর্ষকর্তা কামারউদ্দিন আশা রাখছেন, আইলিগ জিতে সরাসরি আইএসএলের যোগ্যতা অর্জন করবে মহমেডান। বাকি দুই প্রধানের মত ভুল করবে না সাদা কালো ব্রিগেড।