নয়া টাইটেল স্পনসর পেল মহমেডান স্পোর্টিং ক্লাব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ডুরান্ড কাপে রানার্স ও কলকাতা লিগ জয় - নিঃসন্দেহে মহমেডান স্পোর্টিং ক্লাবের চলতি মরশুম বেশ ভালো চলছে। এবার সামনে বড় চ্যালেঞ্জ - আইলিগ। আর তার আগে মহমেডানের সাফল্যের সাথে জুড়ল এই বিশেষ আইটি সংস্থা।
চলতি মরশুমে মহমেডান স্পোর্টিং ক্লাবের নয়া টাইটেল স্পনসর হিসেবে যুক্ত হল ভারতীয় আইটি সংস্থা টুলিকা। এডুটেক, ক্রিয়েটিভ ডিজাইনিং, অটোমোবাইল ও ভার্চুয়াল রিয়্যালিটি ব্যবসায় বড় হাত রয়েছে এই সংস্থার।
আসন্ন আইএফএ শিল্ড ও আইলিগের জন্য প্রস্তুতি চলছে মহমেডানের। কোচ আন্দ্রে চেরনিশভের অধীনে অনুশীলনে মগ্ন ফুটবলাররা। এরই মাঝে বেশ কিছু প্রস্তুতি ম্যাচও খেলছে সাদা-কালো ব্রিগেড।