স্পনসরের ছড়াছড়ি মহমেডান স্পোর্টিংয়ে, কো স্পনসর হিসেবে যুক্ত হল এই বিদেশী সংস্থা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার চলতি মরশুমের টাইটেল স্পনসর হিসেবে ভারতীয় আইটি সংস্থা টুলিক যুক্ত হয়েছিল মহমেডান স্পোর্টিংয়ের সাথে। এবার কো স্পনসর হিসেবে আরও এক আইটি সংস্থাকে পেল সাদা-কালো ব্রিগেড। যদিও এই সংস্থাটি ভারতীয় নয়, বিদেশী।
সিঙ্গাপুরের আইটি সংস্থা নোভাস ইনসাইটস নয়া কো স্পনসর হল মহমেডান স্পোর্টিং ক্লাবের। সিঙ্গাপুরে মূল অফিস থাকলেও বিশ্বের বিভিন্ন জায়গায় এই সংস্থা ছড়িয়ে রয়েছে।
আসন্ন আইলিগের জন্য প্রস্তুতি জোরদার চলছে মহমেডান স্পোর্টিংয়ের। ক্লাবের ইনভেস্টর বাঙ্কারহিল আশাবাদী, গত মরশুমের হতাশা ভুলে এই বছর সাফল্য পেতে পারে।