কলকাতা লিগ জয়ের দোরগোড়ায় মহামেডান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ দীর্ঘ বিতর্ক, বিবাদ, লড়াইয়ের পর আইএফএ অবশেষে পেতে চলেছে এই মরশুমের কলকাতা লিগ বিজয়ী দল। কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে সুপার ৬ রাউন্ডে আজ খিদিরপুরের বিরুদ্ধে খেলতে নেমেছিল মহামেডান দল।
ম্যাচের প্রথম থেকেই বলের উপর আধিপত্য বিস্তার করে মহামেডান দল। মহামেডানের আক্রমণ ভাগের খেলোয়াড়রা একের পর এক গোলমুখি আক্রমণ তৈরী করলেও গোলে পরিণত করতে ব্যর্থ হন। প্রথমার্ধের শেষে খেলার ফলাফল 0-0 থাকে।
দ্বিতীয়ার্ধেও মহামেডান দল খিদিরপুরের খেলোয়াড়দের চেপে ধরে। ম্যাচের ৫৭ মিনিটে প্রীতম সিং এর মারা শট বক্সের ভিতর হাত লাগিয়ে ফেলেন খিদিরপুরের রক্ষণ ভাগের খেলোয়াড়। ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ম্যাচের সেরা খেলোয়াড় জোসেফ। ম্যাচের অন্তিম পর্যায় দলের জয় নিশ্চিত করেন মহামেডান ফুটবলার প্রীতম সিং। ৮৯ এবং ৯৩ মিনিটে গোল করেন প্রীতম। খিদিরপুর দল গোটা ম্যাচে গোলে কোনো শট মারতে পারেনি। ম্যাচে বল পজিশনও বেশি ছিল মহামেডানের দলের পক্ষে।
৩-০ গোলে এই জয়ের সাথে সাথে মহামেডান দল কলকাতা লিগের এই মরশুমের চ্যাম্পিয়ন হওয়ার প্রায় দোরগোড়ায় চলে এলো।