কলকাতা লিগে ইন্দ্রপতন! ভবানীপুরের কাছে হার মহমেডানের, এই বার্তা দিলেন কোচ আন্দ্রে চেরনিশভ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশন এ এর ম্যাচে বড়সড় ইন্দ্রপতন ঘটল। শঙ্করলাল চক্রবর্তীর ভবানীপুর এফসির কাছে ০-২ গোলে হারল মহমেডান স্পোর্টিং। ছয় মিনিটে সুজয় দত্ত ও ১১ মিনিটে কামোর গোলে জয় লাভ করে ভবানীপুর।
সাদা-কালো ব্রিগেড বারবার আক্রমণে উঠলেও সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি। মার্কাস-নিকোলারা প্রচন্ড চেষ্টা করলেও ভবানীপুরের রক্ষণের কাছে আটকে যায় মহমেডান। আর এর জেরে পরপর দুই ম্যাচ হেরে অস্বস্তিতে সাদা-কালো ব্রিগেড। ডুরান্ড কাপে হারের পর এবার কলকাতা লিগে হার, কি মনে করছেন কোচ আন্দ্রে চেরনিশভ?
ম্যাচের পর কোচ আন্দ্রে চেরনিশভ এই হারের জন্য প্রস্তুতির অভাবকে দায়ী করছেন। তিনি বলেন, "আমরা পুরো প্রস্তুত না হয়ে এবং পর্যাপ্ত বিশ্রাম না নিয়ে নেমেছি আর এর জেরে দ্রুত কয়েকটা গোল খাই। বিরতির সময়, আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং দ্বিতীয়ার্ধে ছেলেরা অনেক ভালো খেলেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আমাদের সুযোগের সদ্ব্যবহার করতে পারিনি।"
এদিকে ছয় দিনের মধ্যে তিনটি ম্যাচ খেলা নিয়ে চেরনিশভ বলেছেন, "এরকম সূচিতে খেলা খুবই কঠিন, আমরা চেষ্টা করি খেলোয়াড় পরিবর্তন করার, কিন্তু এতে রসায়নটা বিগড়ে যায়। এখন গুরুত্বপূর্ণ হল ভুলগুলিকে পর্যালোচনা করে আগামী ম্যাচে ভালো প্রস্তুতি নিয়ে নামা।"