কলকাতা লিগ জিতে উচ্ছ্বসিত মহামেডান সচিব, কোচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ৩০ অক্টোবর কলকাতা লিগের সুপার ৬ রাউন্ডের খেলায় ভবানিপুর ও এরিয়ান দল ড্র করায় লিগ চ্যাম্পিয়ন হল মহামেডান ফুটবল দল। যদিও লিগ জিতলেও এখনই কোনো আনন্দ উদযাপন করতে রাজি নয় মহামেডান দল। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচ খেলার পরেই হবে লিগ জয়ের উৎসব।
কলকাতা লিগ জিতে মহামেডান স্পোর্টিং ক্লাবের সচিব দানিশ ইকবাল জানিয়েছেন, " মহামেডান দল আরও একবার ইতিহাস লেখার সম্মুখীন এবং ৩ বছরের ব্যবধানে ভারতের এক নম্বর ক্লাবে পরিণত হওয়ার চেষ্টা করছে। পর পর সিএফএল জয়, সেই পথেই একটি ধাপ মাত্র। আমাদের লক্ষ্য, স্বপ্ন এবং আমাদের ভক্তদের প্রতি প্রতিশ্রুতি রয়েছে আসন্ন আই-লিগ চ্যাম্পিয়ন হওয়া এবং আগামী বছর অবশ্যই বিডিং , চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন অথবা প্রবেশমূল্য পরিশোধ করে আইএসএল খেলব। আমরা আবারও গর্জন করতে এবং ইতিহাস লিখতে প্রস্তুত। এই জয় গোটা বিশ্বের সকল ভক্তদের জন্য। দিল দিল মহামেডান জান জান মহামেডান।"
অন্যদিকে কলকাতা লিগ জয়ের অন্যতম কারিগর মহামেডান প্রশিক্ষক আন্দ্রে চেরনিশভ বলেন, "আমরা পর পর দুই বছর কলকাতা লিগ জিতেছি। সকল খেলোয়াড়, প্রশিক্ষক, কর্মী, কর্মকর্তা এবং সমর্থকদের এমন সুন্দর জয়ের অভিনন্দন।"