কন্যাশ্রী কাপে বড় জয় মহামেডানের

Photo - Mohammedan Sporting Club
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কন্যাশ্রী কাপের দ্বিতীয় ম্যাচে বড় জয় পেল মহামেডান স্পোর্টিং ক্লাব। বুধবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে দুর্বার স্পোর্টস অ্যাকাডেমিকে ৮-১ ফলে হারাল সাদা-কালোর মেয়েরা।
প্রথমার্ধে ৫-১ ফলে এগিয়ে গিয়েছিল মহামেডান। ১২ মিনিটে গোল করে ব্ল্যাক প্যান্থার্সদের এগিয়ে দেন যশোদা। এরপর ১৮ মিনিট ও ৩১ মিনিটে নেহা, ২১ মিনিটে পায়েল এবং ৪৫ মিনিটে অনীতা গোল করেন।
এরপর দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে পন্ডিমিত ও ৬৬ মিনিটে প্রিয়া গোল করেন। শেষে ৭৪ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন নেহা।