১৭ বছর প্রথমবার ব্যালন ডি অর তালিকায় জায়গা পেলেন না লিওনেল মেসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রেকর্ড সাতবারের ব্যালন ডি অর জয়ী এবার জায়গাই পেলেন না তালিকায়। আর্জেন্টাইন বরপুত্র লিওনেল মেসি ২০২২ ব্যালন ডি অরের প্রাথমিক তালিকাতে জায়গা পাননি। ২০০৫ সালের পর এই প্রথমবার এমনটা ঘটল মেসির সাথে।
গত মরশুমে চাঞ্চল্যকরভাবে বার্সিলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইনে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু বার্সার সেই জাদুটা দেখাতে পারেননি লিও। তারকাখচিত পিএসজি দলের হয়ে মাত্র ১১টি গোল করেছিলেন মেসি, যদিও ১৪টি অ্যাসিস্ট করেছিলেন। এবং কেবল ফ্রেঞ্চ লিগ জিতেছিলেন লিও।
যদিও জাতীয় দলের হয়ে পারফর্মেন্স ভালো ছিল মেসির। ১৫ ম্যাচে সাত গোল করেছিলেন, এবং আর্জেন্টিনাকে লা ফিনালিসিমা জিতিয়েছিলেন।
এদিকে মেসির পাশাপাশি আর এক সুপারস্টার নেইমার জুনিয়রও ব্যালন ডী অর তালিকায় জায়গা পাননি। যদিও আর ক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৩০ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন।