চ্যাম্পিয়ন্স লিগে নতুন রেকর্ড লিওনেল মেসির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ গত মরসুমে ফ্রান্সের ক্লাব পিএসজিতে যোগ দেওয়ার পর আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি নিজেকে সেভাবে মেলে ধরতে পারেনি। তবে এই মরশুমের সুরু থেকেই ফুতবল ভক্তরা দেখতে পাচ্ছেন পুরনো মেসির ঝলক। এই মরসুমে মেসি, ইউরোপের সেরা ৫টি লিগের মধ্যে একমাত্র ফুটবলার হিসাবে ১৬ ম্যাচে ১১টি গোল এবং ১২টি অ্যাসিস্ট করে ফেলেছেন।
তার এই দুর্ধর্ষ ফর্মের সাহায্যে তিনি ইতিমধ্যে বেশ কিছু নতুন রেকর্ড গড়েছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। সম্প্রতি মেসি পর পর ১৮টি মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে গোল করার রেকর্ড এবং ৩৯টি আলাদা আলাদা ফুটবল ক্লাবের বিরুদ্ধে গোল করার রেকর্ড নিজের নামে করেছেন। এবার তাঁর নামেযোগ হল আরও একটি আকর্ষণীয় রেকর্ড।
গতকাল ইজরায়েলের ফুটবল ক্লাব মাক্কাবি হাইফা্র বিরুদ্ধে তাঁর দুটি গোলের মধ্যে একটি ছিল বিপক্ষ দলের বক্সের বাইরে থেকে। আর এই গোলের সুবাদেই তিনি ক্রিশ্চিয়ানো রোনল্ডোর চ্যাম্পিয়ন্স লিগে বক্সের বাইরে থেকে ২২ টি গোলের রেকর্ড ভেঙে ফেললেন। বক্সের বাইরে থেকে চ্যাম্পিয়ন্স লিগে তাঁর ২৩ নম্বর গোলটি হয়ে গেলো।
এই মুহূর্তে যে ফর্মে লিওনেল মেসি রয়েছেন, তাতে বলাই যায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আরও অনেক রেকর্ড তিনি ভবিষ্যতে ভাঙতে চলেছেন।