কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের উদ্যোগে জমজমাট মিডিয়া ফুটবল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: মার্লিন গ্রুপের সহযোগিতায় কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার শুরু হয় দু’দিনের মিডিয়া ফুটবল। রাজারহাটে মার্লিন গ্রুপের স্পোর্টস সিটি মার্লিন রাইজে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস এবং মেহতাব হোসেন। উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের সহ সভাপতি কুণাল ঘোষ, মার্লিন গ্রুপের ডিরেক্টর সত্যেন সাঙ্ঘভি, ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুভেন রাহা।
এবার এই টুর্নামেন্টে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া মিলিয়ে ২০ টিম অংশগ্রহণ করেছে। এক্সট্রা টাইম বাংলা সহ, টিভি ৯, আর প্লাস অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে। টুর্নামেন্টের শেষ দিন অর্থাৎ শুক্রবার প্রিন্ট মিডিয়ার সেমিফাইনালে খেলবে দৈনিক সংবাদ, ইস্টবেঙ্গল সমাচার, দিন দর্পণ ও কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব।
আরও পড়ুন: রাজার হালে সৌদি আরবে থাকবেন নেইমার! দামী গাড়ি-বাড়ির ভিড়ে ব্রাজিলিয়ান সুপারস্টার
ইলেক্ট্রনিক্স মিডিয়ার শেষ চারে লড়াই দূরদর্শন, নিউজ টাইম, ট্রাইব টিভি ও বিশ্ব বাংলা সংবাদ। শুক্রবার ফাইনালে বিশেষ অতিথি হিসেবে হাজির থাকবেন প্রাক্তন তারকা ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায় ও শিশির ঘোষ।