নিজের সতীর্থকেই মেরে অজ্ঞান করলেন এই রিয়াল মাদ্রিদ তারকা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ এই মরশুমে এখনো পর্যন্ত অপ্রতিরোধ্য স্প্যানিশ জায়েন্ট রিয়াল মাদ্রিদ। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে একটি ম্যাচও তারা পরাজয়ের সম্মুখীন হয়নি। আর মাদ্রিদের যেসমস্ত খেলোয়াড় এই মুহূর্তে সবচেয়ে চর্চিত, তাদের মধ্যে অন্যতম একজন হলেন উরুগুয়ের ফুটবলার ফেডেরিকো ভালভার্দে।
এই মরশুমে ভালভার্দের বক্সের বাইরে থেকে একের পর এক গোলার মতো শট জড়িয়ে যাচ্ছে বিপক্ষের জালে। তার শটের শক্তি এমনই যে আটকাতে পারছেন না কোনো গোলরক্ষক। এবার সেই শক্তিশালী শটই বিপদ ডেকে আনলো রিয়াল মাদ্রিদেরই আরেক ফুটবলার মারিয়ানো ডিয়াজের জন্য।
সম্প্রতি অনুশীলনের সময় মাদ্রিদ মিডফিল্ডার ভালভার্দে দুরপাল্লার শট মারলে তা আটকানোর চেষ্টা করতে গিয়ে অজ্ঞান হয়ে যান মারিয়ানো। তৎক্ষণাৎ তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এখন তিনি চিকিৎসকের অধীনে রয়েছেন।
মাদ্রিদ প্রশিক্ষক কার্লো আন্সেলোত্তি জানিয়েছেন, "আমার মনে হচ্ছে অনুশীলনের সময় খেলোয়াড়দের হেলমেট পরতে হবে। ফেডের শট সত্যিই চিন্তার বিষয়। মারিয়ানো অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই ফেডে ছেলেটি ভয়ংকর।"
অন্যদিকে শোনা যাচ্ছে হালকা চোটের কারণে মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে খেলতে দেখা যাবেনা ভালভার্দেকে। অর্থাৎ প্রতিপক্ষ লিপজিগের রক্ষণভাগের খেলোয়াড়দের কিছুটা হলেও চিন্তা কমবে তা বলাই যায়।