ডুরান্ডকে হালকাভাবে নিয়েছে আইএসএল দলগুলি, দাবি মহমেডান অধিনায়ক মার্কাস জোসেফের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি ডুরান্ড কাপে যদি তিন প্রধানের পারফর্মেন্সের তুলনা করা হয়, তাহলে অবশ্যই সেরা পারফর্ম করছে মহমেডান স্পোর্টিং ক্লাব। নিজেদের গ্রুপে অপরাজেয় মহমেডান গ্রুপশীর্ষে শেষ করার ক্ষেত্রে এগিয়ে রয়েছে। এবং মহমেডানের এই দুরন্ত পারফর্মেন্সে অধিনায়ক মার্কাস জোসেফের ভূমিকা উল্লেখযোগ্য।
এবার মার্কাস জোসেফ জানিয়ে দিলেন, ঠিক কেমনভাবে তিনি এই ডুরান্ডকে দেখছেন? এবং জেতার বিষয়ে কি কি কাজ করবে মহমেডান? ডুরান্ড কাপের মিডিয়াকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নানান কথা শেয়ার করেছেন মার্কাস।
আইলিগের মতই কি মহমেডান গুরুত্ব দিচ্ছে ডুরান্ডকে? এই নিয়ে মার্কাস বলেছেন, "প্রতিটি টুর্নামেন্টই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ, কারণ বাকি দলগুলি ডুরান্ড জেতার জন্য লড়াই করছে। এবারের ডুরান্ড আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের আসন্ন আইলিগের জন্য প্রস্তুত করতে সাহায্য করছে। তাই, এবার আমরা ডুরান্ড কাপকে গুরুত্ব সহকারে নিচ্ছি।"
গোয়া ও জামসেদপুরের মত দুই আইএসএল দলকে হারালেও সেগুলি ছিল রিজার্ভ খেলোয়াড়দের নিয়ে গড়া। এই নিয়ে মার্কাস বলেছেন, "আমার মনে হয় আইএসএল দলগুলি এই টুর্নামেন্ট বড্ড হালকাভাবে নিচ্ছে। তবে আমার মনে হয় এই টুর্নামেন্ট ওদের জন্যও ভালো প্রাক-মরশুম হতে পারে। তাই, ওদের পক্ষে ডুরান্ড কাপে অংশগ্রহণ করে সেরাটা দেওয়াটা ভালো হবে, যাতে তারা আসন্ন আইএসএলের জন্য নিজেদের প্রস্তুত করতে পারে।"
ইতিমধ্যেই নকআউট পর্বে উঠে গিয়েছে মহমেডান। এই নিয়ে মার্কাস বলেছেন, "আমাদের কাছে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আর নকআউট পর্বের প্রতিটি ম্যাচ আমাদের কাছে ফাইনাল। তাই, আমরা এক একটি ম্যাচ ধরে ভাবছি এবং ম্যাচের দিনের জন্য নিজেদের প্রস্তুত রাখছি।"
গত ডুরান্ডের সর্বোচ্চ গোল সংগ্রাহক মার্কাস আপাতত একটিই গোল করেছেন এবারের টুর্নামেন্টে। এই নিয়ে আশাবাদী মার্কাস বলেছেন, "আমার কাছে শুধু গোল করাই গুরুত্বপূর্ণ নয়, আমার দলকে ম্যাচ জেতানোটাও আমার কাছে গুরুত্বপূর্ণ। তাই, এটি শুধু আমার বিষয় নয়, বরং আমার দলের বিষয়। আমি খুব খুশি এই কৃতিত্বগুলির জন্য, তবে পুরো বিষয়টিই দল ও কর্মকর্তাদের উপর রয়েছে।"
এশিয়ার প্রাচীনতম এবং বিশ্বের তৃতীয় প্রাচীনতম টুর্নামেন্ট ডুরান্ডে অংশ করতে পারা নিয়ে মার্কাস বলেছেন, "আমার কাছে ডুরান্ড একটি খুবই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। এমন প্রাচীন টুর্নামেন্টে অংশ হওয়া যে কোনও খেলোয়াড়ের কাছে গর্বের। তাই এটি একটি বড় কৃতিত্ব এবং আমার কাছে গুরুত্বপূর্ণ এবারের ডুরান্ডেও ভালো কিছু করার।"
শেষে মহমেডান সমর্থকদের জন্য মার্কাসের বার্তা, "যে কোনও খেলোয়াড় ও দলের জন্য তাদের সমর্থকরা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তাদের ছাড়া আমার মনে হয় না খেলোয়াড়রা তাদের শতভাগ দিয়ে খেলতে পারে। আমি সমর্থকদের কাছে অনুরোধ করব যেন তারা তাদের শতভাগ দিয়ে প্রতিবার আমাদের পাশে থাকে এবং তার পরিবর্তে আমরা প্রতিজ্ঞা করছি প্রতিবার নিজেদের শতভাগ দেওয়ার।"