নর্থইস্ট ম্যাচে নামতে পারেন অরিন্দম! বিদেশীদের পারফর্মেন্সে খুশি ডিয়াজ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এখনও অবধি জয় নেই এসসি ইস্টবেঙ্গল। এবারের আইএসএলের একমাত্র দল হিসেবে জয়হীন লাল-হলুদ ব্রিগেড, লিগ টেবিলের নীচে রয়েছে তারা। এবার সামনে নর্থইস্ট ইউনাইটেড, যারা এবারের আইএসএলে খুব একটা ভালো ছন্দে নেই।
আর এই ম্যাচ নিয়ে প্রস্তুতি করেছে ইস্টবেঙ্গল শিবির। এবার নর্থইস্টের বিরুদ্ধে নামার আগে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিলেন এসসি ইস্টবেঙ্গল কোচ ম্যানুয়েল ডিয়াজ।
এবারের আইএসএলে একাধিক ম্যাচে লাল-হলুদ ব্রিগেড লড়াই করেও হেরেছে এবং দুটি ড্র করেছে। কোন উপায়ে ইস্টবেঙ্গল আবারও জয়ের রাস্তায় ফিরবে? এই নিয়ে ডিয়াজ বলেছেন, "আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের দলের মধ্যে খুব ভালো পরিবেশ এবং যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। কিছু কিছু ম্যাচে আমরা জিততে পারতাম, কিন্তু আমরা সুযোগের সদ্ব্যবহার করতে পারিনি।"
এদিকে লাল-হলুদের হেডস্যার জানিয়ে দিয়েছেন, জ্যাকিচাঁদের চোট বজায় রয়েছে। এদিকে অরিন্দম ভট্টাচার্যের চোট সেরে উঠেছে এবং নর্থইস্টের বিরুদ্ধে ম্যাচে নামতে পারেন। আদিল খান কি শুরু করবেন নর্থইস্ট ম্যাচে? এই নিয়ে ম্যানুয়েল ডিয়াজ বলেছেন যে শেষ মুহুর্ত অবধি অপেক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে। রফিক ও সিডোয়েলও দ্রুত সুস্থ হয়ে উঠছেন।
খেলোয়াড়দের শারীরিক ফিটনেস ও মানসিক শক্তিতে কি সন্তুষ্ট? এই নিয়ে ম্যানুয়েল ডিয়াজ বলেছেন, "কেবল শারীরিক সমস্যাই নয়। দলের বিষয়ে টেকনিক্যাল, ট্যাকটিক্যাল, শারীরিক - সকল বিষয়কেই মাথায় রাখতে হচ্ছে। কেবল একটি বিষয় নয়, অনেক বিষয়কে মাথায় রাখতে হচ্ছে। আমরা প্রস্তুতি দেরিতে শুরু করেছি, তবে শারীরিক দিক থেকে তেমন কোনও সমস্যা নেই।"
শেষে, বিদেশী খেলোয়াড়দের ফর্ম নিয়ে কি চিন্তিত ডিয়াজ? এই নিয়ে লাল-হলুদের হেডস্যারের বার্তা, "আমরা নয়টি গোল করেছি। বিদেশীরাই আট গোল করেছে। আমি খুশি ওদের উপর। আমার কাছে ওরা ভালোই খেলছে।"