যা চলছে, তাই মেনে নিয়ে চলতে হবে - ইস্টবেঙ্গলের জয়হীন সফরে আশাহত বার্তা ম্যানুয়েল ডিয়াজের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার আইএসএলে নিজেদের লজ্জা আরও বাড়িয়ে দিল এসসি ইস্টবেঙ্গল। ফতোরদায় নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ০-২ গোলে হেরে লিগ টেবিলে নিজেদের স্থান আরও মজবুত করল লাল-হলুদ ব্রিগেড। আর এর জেরে আইএসএলের ইতিহাসে টানা ১১টি ম্যাচে জয় নেই লাল-হলুদ ব্রিগেডের।
আর এর জেরে বেজায় হতাশ স্প্যানিশ কোচ ম্যানুয়েল ডিয়াজ। ম্যাচের পর ডিয়াজ জানিয়েছেন, গোল খাওয়ার পর ভালো খেলেছে তার দল। ম্যাচ নিয়ে ম্যানুয়েল ডিয়াজ বলেছেন, "এটি একটি কঠিন পরিস্থিতি, তবে নর্থইস্টের প্রথম গোলের পর আমরা ভালো খেলেছি এবং আমরা কিছু ভালো সুযোগ তৈরি করেছি।"
এদিকে লাল-হলুদ কোচ কার্যত স্বীকার করেছেন, দলের খেলোয়াড়দের সেই মান ও যোগ্যতাই নেই। তিনি বলেছেন, "আমাদের একটি বড় সমস্যা তৈরি হচ্ছে তিন পয়েন্ট পেতে, আর সেই কারণে আমাদের উন্নতি করতে হবে। দল নিজেদের সেরাটা করছে কিন্তু এই মুহুর্তে তা যথেষ্ট নয়। যে মান আমাদের বর্তমানে রয়েছে, সেটিই আমাদের নিয়ে চলতে হবে। যা চলছে, তাই মেনে নিয়ে চলতে হবে।"
এদিকে, ম্যাচে অবাক করা বিষয়টি গিয়ে দাঁড়ায় যখন ফ্রাঞ্জো পর্চে চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পর ওয়ার্ম আপ করা আদিল খানের জায়গায় নামেন মিডফিল্ডার আমির ডেরভিসেভিচ। আর রাজু গায়কোয়াড়কে রাইট ব্যাক থেকে সেন্টার ব্যাকে নিয়ে আসা হয়।
এই পরিবর্তন নিয়ে ডিয়াজ বলেছেন, "আমির আর আঙ্গৌসানা মিডফিল্ডার হিসেবে নিজেদের পজিশনেই খেলেছে আর রাজু নিজের স্বভাবচিত সেন্টার ব্যাকে খেলেছে। কেবল ১১ জন খেলোয়াড় একটি ম্যাচে খেলতে পারে, আর এটিই কারণ আমি তাদের বেছে নিয়েছি যাদের আমি শুরু করিয়েছি। খেলোয়াড়রা নিজেদের সেরাটা করছে কিন্তু এরকমই পারফর্মেন্স হয়ে রয়েছে।"