বর্ষসেরা ফুটবলারের সম্মান পেলেন সুনীল ছেত্রী ও মনীষা কল্যাণ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তরফ থেকে ২০২১-২২ বর্ষসেরা পুরষ্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবং পুরুষ জাতীয় দলের হেড কোচ ইগর স্টিম্যাচ এবং মহিলা জাতীয় দলের হেড কোচ থমাস ডেনারবি বিজয়ী ফুটবলারদের বেছেছেন।
২০২১-২২ মরশুমের বর্ষসেরা পুরুষ ফুটবলার হয়েছেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। ২০১৮-১৯ মরশুমের পর আবারও বর্ষসেরার তকমা পেলেন সুনীল।
এই নিয়ে ইগর স্টিম্যাচ বলেছেন, "সুনীল আমাদের সর্বোচ্চ গোল সংগ্রাহক, পাঁচ গোল করেছেন এবং সাফ কাপে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন। এরপর এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে তিন ম্যাচে চার গোল করেছেন সুনীল। ওনার উদ্যম, নেতৃত্ব, শৃঙ্খলা ও পরিশ্রম খারাপ ও ভালো সময়ে উঠে এসেছে।"
এদিকে বর্ষসেরা মহিলা ফুটবলার হিসেবে পুরস্কৃত হবেন মনীষা কল্যাণ। গত মরশুমে সেরা উঠতি খেলোয়াড়ের পুরষ্কার পেয়েছিলেন মনীশা। সদ্য সাইপ্রাসের চ্যাম্পিয়ন দল অ্যাপোলোন লেডিসের হয়ে সই করেছেন মনীষা, যেখানে তিনি উয়েফা উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন পর্ব খেলবেন।
এই নিয়ে মহিলা দলের হেড কোচ থমাস ডেনারবি বলেছেন, "মনীষা জাতীয় দল ও ক্লাবের হয়ে অসাধারণ কিছু পারফর্মেন্স করেছেন। উনি গোল করেছেন, এবং নিয়মিত অ্যাসিস্ট প্রদান করেছেন। দুর্দান্ত স্পিড ও ড্রিবলিংয়ের সাথে আশীর্বাদধন্য, ওনার মধ্যে ক্ষমতা রয়েছে ভবিষ্যতে আরও বড় লিগে খেলার। উনি এখনও তরুণী, এবং এখনও উন্নতি করছেন, তবে উনিই আমাদের সেরা খেলোয়াড় হিসেবে রয়েছেন।"
এদিকে সেরা পুরুষ উঠতি ফুটবলার হিসেবে মনোনীত হয়েছেন ফরোয়ার্ড বিক্রম প্রতাপ সিং। মুম্বই সিটি এফসির হয়ে গত আইএসএলে তিনটি গোল করেছিলেন, এবং চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। এছাড়া অনুর্ধ্ব ২৩ এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বে একটি গোলও করেছিলেন।
এবং সেরা মহিলা উঠতি খেলোয়াড়ের সম্মান পেয়েছেন মার্টিনা থোকচোম। তাকে নিয়ে থমাস ডেনারবি বলেছেন, "মার্টিনার কেবল ১৭ বছর বয়স। ও একজন স্ট্র্যাটেজিক মিডফিল্ডার, যার খেলার প্রতি দারুণ দৃষ্টি রয়েছে। ও ইতিমধ্যেই ভারতীয় সিনিয়র দলে সুযোগ পেয়েছে, এবং দলের নিয়মিত সদস্যও হয়ে উঠেছে। ভারতীয় মহিলা লিগে ইন্ডিয়ান অ্যারোজের হয়ে দুর্দান্ত পারফর্মেন্স দিয়েছে সে।"
শেষে, বর্ষসেরা রেফারি হিসেবে সম্মানিত হয়েছেন ক্রিস্টাল জন। এবং বর্ষসেরা সহকারী রেফারির তকমা পেয়েছেন উজ্জ্বল হালদার।