প্রথম ভারতীয় হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলার কীর্তি অর্জন করলেন মনীষা কল্যাণ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে ফিফা সাসপেন্ড করার ফলে কোনও ভারতীয় দল আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে পারবে না। কিন্তু তার জন্য কোনও ভারতীয় খেলোয়াড়ের বিদেশে খেলা আটকাবে না। আর সেই কারণে বিশেষ কীর্তি গড়তে পারলেন ভারতের জাতীয় মহিলা দলের ফুটবলার মনীষা কল্যাণ।
বৃহস্পতিবার উয়েফা উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নামেন মনীষা কল্যাণ। সাইপ্রাসের দল অ্যাপোলোন লেডিস এফসির হয়ে ৬০ মিনিটে পরিবর্ত হিসেবে নামেন মনীষা। সেই ম্যাচে লাটভিয়ার এসএফকে রিগাকে ৩-০ ফলে হারায় অ্যাপোলোন লেডিস।
আর এর জেরে প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেললেন মনীষা। এর আগে উয়েফা ইউরোপা লিগ খেলেছিলেন ভারতের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু।
সদ্য জাতীয় দল ও গোকুলাম কেরালা এফসির হয়ে দুরন্ত পারফর্ম করে সাইপ্রাসের দলে সুযোগ পান কল্যাণ। সদ্য এআইএফএফ বর্ষসেরা ফুটবলারের সম্মান পান মনীষা।