বড় সিদ্ধান্ত ম্যানচেস্টার ইউনাইটেডের, বাদ পরলেন রোনাল্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছেনা পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এই মরশুমে এখনো পর্যন্ত নিজের ছন্দে দেখা যায়নি তাকে। তার মধ্যে বেশকিছু ম্যাচে তাকে শুরু না করানো নিয়েও হয়েছে গণ্ডগোল। আগুনে ঘিয়ের কাজ করে টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে ম্যাচের দিন।
ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামের বিরুদ্ধে প্রথম থেকে খেলার সুযোগ পায়নি পাঁচ বারের ব্যালন ডি ওর বিজয়ী রোনাল্ডো। ম্যাচের দ্বিতীয় অর্ধে মাঠের পাশে গা গরম করতে দেখা যায় তাকে। বিশ্বজুড়ে তার লাখো ভক্তগণ ভেবেছিলেন তিনি হয়তো পরিবর্ত খেলোয়াড় হিসেবে মাঠে নামবেন। তবে হল তার বিপরীত। লন্ডনের দল টটেনহ্যামের বিরুদ্ধে নামলেনই না তিনি।
বিতর্কের সুত্রপাত এখান থেকেই। অনেকেই মনে করতে শুরু করেন রোনাল্ডোকে ওয়ার্ম আপ করতে বলেও নামাননি ইউনাইটেড প্রশিক্ষক এরিক টেন হ্যাগ। ম্যাচে খেলার সুযোগ না পেয়ে ৮৯ মিনিটে মাঠ ছেড়ে বেরিয়ে যান ক্রিশ্চিয়ানো। এরপরেই সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিংয়ে চলে আসেন তিনি। ফুটবল বিশ্ব ভাগ হয়ে যায় দুই ভাগে। চলতে থাকে যুক্তি পালটা যুক্তি। এক পক্ষ মানুষ মনে করেন রোনাল্ডোর এভাবে ম্যাচ শেষ হওয়ার আগে বেরিয়ে যাওয়া উচিত হয়নি। এতে ক্লাবেরই অপমান হয়েছে। অন্য পক্ষ মনে করেন ক্রিশ্চিয়ানো কে না নামিয়ে অপমান করছেন টেন হ্যাগ।
২-০ ব্যবধানে ম্যাচটি জেতার পর ইউনাইটেড প্রশিক্ষক এরিক জানান আজ সে এই বিষয় কথা বলবেন না। তিনি পরে এই বিষয়টি নিয়ে ভাববেন।
আজ সেই বিতর্কেরই ফলাফল জানানো হয় ম্যানচেস্টার ইউনাইটেডের তরফে। একটি বিবৃতি প্রকাশ করে ক্লাবের তরফে জানিয়ে দেওয়া হয় আগামীকাল চেলসি ফুটবল ক্লাবের বিরুদ্ধে দলে থাকবেন না রোনাল্ডো। তাকে ছাড়াই পুরো দল আসন্ন ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে। এবং ক্লাব না জানানো পর্যন্ত দলের সাথে অনুশীলনও করবেন না পর্তুগিজ তারকা। এর পাশাপাশি শোনা যাচ্ছে যে টটেনহ্যাম ম্যাচে টেন হ্যাগের সিদ্ধান্তে নয়, রোনাল্ডো নিজেই নামতে চাননি খেলার জন্য।
এই বিবৃতি প্রকাশের পর থেকেই নেট দুনিয়ায় গুজব রটে গেছে রোনাল্ডো এবং টেন হ্যাগের সম্পর্কে চিড় ধরেছে। এখন দেখার বিষয়, এই ঘটনার পর রোনাল্ডো কি করবেন? অনেকেই মনে করছেন আসন্ন জানুয়ারি ট্রান্সফারে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে অন্য কোথাও যেতে পারেন।