রোনাল্ডো-ম্যাগুইয়রকে ছাড়াই লিভারপুলকে হারাল টেন হাগের ম্যানচেস্টার ইউনাইটেড

ম্যানচেস্টার ইউনাইটেড - ২ (জ্যাডন স্যাঞ্চো, মার্কাস র্যাশফোর্ড)
লিভারপুল - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি প্রিমিয়ার লিগের শুরুটা একেবারেই খারাপ ছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের জন্য। দুই দলই প্রথম দুই ম্যাচে জয়হীন ছিল। এই পরিস্থিতিতে সোমবার ওল্ড ট্র্যাফোর্ড প্রথম জয় পাওয়ার জন্য মুখিয়ে ছিল এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এবং এই লড়াইয়ে বাজিমাত করল ইউনাইটেড।
শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক ভূমিকা নিচ্ছিল, কিন্তু ১৬ মিনিটে গোলের দরজা খুলে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যান্থনি এলাংগার পাসে বল পেয়ে শান্ত মাথায় লিভারপুল ডিফেন্ডারদের বোকা বানিয়ে বল জালে জড়ান জ্যাডন স্যাঞ্চো। গোল করার পর ইউনাইটেড প্রথমার্ধে কিছুটা ডিফেন্সিভ মোডে চলে যায়, এবং লিভারপুল সমতায় ফেরার চেষ্টা করে। কিন্তু প্রথমার্ধের শেষে রেড ডেভিলস এক গোলে এগিয়ে থাকে।
এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই ইউনাইটেডের লিড আরও বাড়িয়ে দেন মার্কাস র্যাশফোর্ড। অ্যান্থনি মার্শিয়ালের থ্রু পাসে বল পেয়ে একা লিভারপুল গোলকিপার অ্যালিসনকে হারিয়ে গোল করেন র্যাশফোর্ড।
এরপর ম্যাচে ফিরে আসার মরিয়া চেষ্টা করে লিভারপুল। কিন্তু লুইস ডিয়াজ ও মহম্মদ সালাহরা সেভাবে জ্বলে উঠতে পারেননি। যদিও ৮১ মিনিটে গোল করে লড়াইয়ে লিভারপুলকে ফেরানোর চেষ্টা করেন সালাহ, কিন্তু শেষ অবধি দাঁতে দাঁত চেপে ম্যাচ জিতে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড।
সাদিও মানের বিদায় ও ডারউইন নুনেজের সাসপেনশন লিভারপুলকে অনেকটাই ধাক্কা দিয়েছে, এদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও হ্যারি ম্যাগুইয়রকে ছাড়াই দাপুটে ফুটবল খেলেছে ইউনাইটেড। যদিও ৮৮ মিনিটে র্যাশফোর্ডের পরিবর্তে নামেন রোনাল্ডো, তার আগেই ম্যাচে নিজেদের নাম লিখে রেখেছিল ইউনাইটেড।
রাফায়েল ভারান ও লিসান্দ্রো মার্টিনেজের ডিফেন্সিভ জুটি নজর কেড়েছে। এছাড়া লুক শয়ের জায়গায় নামা টাইরেল মালাসিয়া বেশ ভালো ফুটবল খেলেছেন। এই ফুটবলে নিঃসন্দেহে খুশি হবেন রেড ডেভিলসের হেডস্যার এরিক টেন হাগ।