জয়ে ফিরল ম্যানচেস্টার সিটি। লিগ শীর্ষেই আর্সেনাল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ হালান্ড গোল করলে সিটি জেতে। মাঝে দুই ম্যাচে গোল পাননি আর্লিং হালান্ড, এখন তিনিই আবারও দলকে পথ দেখালেন গোল করে। ম্যানচেস্টার সিটিও ফিরল চেনা ছন্দে। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে হারিয়ে শীর্ষে থাকা আর্সেনালের থেকে এক ম্যাচ বেশি খেলে এক পয়েন্ট পিছনে ম্যানচেস্টার সিটি। লড়াই জমে গেছে প্রিমিয়ার লিগে। আর্সেনাল অনেকদিন পর লিগ লিডার। ১০ ম্যাচে পয়েন্ট ২৭ অন্য দিকে সিটি ১১ ম্যাচে ২৬!
ইতিহাদ স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগে হলান্ডের জোড়া গোলে ৩-১ ব্যবধানে জিতেছে সিটি। লিয়ান্দ্রো ট্রোসার্ড একটি গোল শোধ করেন। শেষে জয় নিশ্চিত করেন কেভিন ডি ব্রুইনে।
লিগ টাইটেল ধরে রাখার জন্যে সবশেষ ম্যাচে হারের ধাক্কা ছিল। তার আগে চাম্পিয়ন্স লিগে কোপেনহেগেনের মাঠে গোলশূন্য ড্র করে সিটি, মদ্দা কথা সিটি সিটির মত খেলছিলনা একদমই।
জয়ের পথে ফেরার ম্যাচে শুরু থেকে সিটি চাপ ধরে রাখলেও নিশ্চিত সুযোগ পাচ্ছিল না।
একটি পেনাল্টি আবেদন নাকচ হওয়ার দুমিনিট পর দরজা খোলে সিটির।প্রতিপক্ষের দুর্বল আক্রমণে বল ধরে লম্বা শট নেন গোলরক্ষক এডারসন রক্ষণভাগ অনেকটা উঠে থাকায় বিপদ বুঝে বেরিয়ে আসেন ব্রাইটন গোলরক্ষক। কিন্তু সেই সুযোগে অফসাইডের লাইন ভেঙে ফেলেন হলান্ড। এরপর ওয়ান ভি ওয়ান চ্যালেঞ্জ জিতে গোল করেন তিনি।
৪২তম মিনিটে বক্সে ঢুকে পড়া বের্নার্দো সিলভা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটি। পেনাল্টিতে গোল করেন হালান্ড ।
নরওয়ের এই ফরোয়ার্ডের প্রিমিয়ার লিগে ১৭টি গোল করে ফেললেন। গোলদাতার তালিকায় দুই নম্বর হ্যারি কেনের চেয়ে ৮ গোল এগিয়ে তিনি। এক কথায় টপ স্কোরার।
দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে চমৎকার এক গোলে ব্যবধান কমায় ব্রাইটন। জোরালো সটে ফরোয়ার্ড লিয়ান্দ্রো ট্রোসার্ড গোল করেন।
একটু ম্যাচে ফেরার যতটুকু আশা ছিল ব্রাইটনের শেষ করলেন ডি ব্রুইনে। ম্যাচের ফল ৩-১