এটিকে মোহনবাগান খেলোয়াড়দের পারফর্মেন্সে বিরক্ত ম্যানেজমেন্ট, তিরিকে নামানোর তোড়জোড়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ১-৫ হারটা একেবারেই হজম করতে পারছে না প্রথম দুই ম্যাচ জিতে আসা এটিকে মোহনবাগান। শুধু হারই নয়, যেন আত্মসমর্পণ করে এসেছে ফুটবলাররা। আর এই আত্মসমর্পণে অখুশি টিম ম্যানেজমেন্ট।
সূত্রের খবর, ইতিমধ্যেই বিদেশিদের ম্যাচে খারাপ পারফর্মেন্স নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে। মুম্বই ম্যাচে যেভাবে নিষ্প্রভ ছিলেন রয় কৃষ্ণা-হুগো বৌমোসরা - তা আগামী ম্যাচগুলিতে দেখতে চাইছে না ম্যানেজমেন্ট। আর সেই কারণে প্রস্তুতিতে আরও বেশি জোর দিতে চলেছেন কোচ আন্তোনিও হাবাস।
এদিকে ডিফেন্সের এই খারাপ অবস্থায় সবুজ-মেরুণ ম্যানেজমেন্ট স্প্যানিশ ডিফেন্ডার তিরিকে আনতে মরিয়া। তিন ম্যাচে সাত গোল হজম - এই বিষয়টি বেশ ভাবাচ্ছে দলকে। এই পরিস্থিতিতে দলের ফিজিও ও ডাক্তাররা মরিয়া চেষ্টা চালাচ্ছে যত দ্রুত সম্ভব তিরিকে মাঠে ফেরানোর।
কোচ আন্তোনিও হাবাস মুম্বই ম্যাচের আগে বলেছিলেন তিরি আগামী সপ্তাহে মাঠে ফিরছেন। যদিও আশঙ্কা রয়েছে, আগামী ৬ ডিসেম্বর জামসেদপুর এফসি ম্যাচে নামতে পারবেন না তিরি। যা সম্ভাবনা, ১১ ডিসেম্বর চেন্নাইনের বিরুদ্ধে ম্যাচে মাঠে নামবেন স্প্যানিশ এই ডিফেন্ডার।