ডার্বিতে খেলার জন্য উৎসুক লিস্টন সমর্থকদের প্রাপ্যটা দিতে চান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইএসএল এর এই মরশুমের প্রথম কলকাতা ডার্বি নিয়ে বাংলার দুই বড় দলের সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। এটিকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই দলই তাদের ডার্বি নিয়ে পরিকল্পনা সেরে নিচ্ছে। এরই মাঝে মেরিনার্সদের প্রিয় তারকা উইঙ্গার লিস্টন কোলাসো, এটিকে মোহনবাগান মিডিয়া দলকে ডার্বি ম্যাচ নিয়ে তাঁর মতামত জানালেন।
গত ম্যাচে জেতার পর আত্মবিশ্বাসী লিস্টন জানিয়েছেন, "প্রথম ম্যাচ হারার পর, গত ম্যাচে জয় আমাদের জন্য খুব গুরুত্বপুর্ণ ছিল।"
দিমিত্রির গত ম্যাচে হ্যাটিকের পর সবুজ মেরুণ দলের গোলের খরা কেটেছে কি না এই বিষয় লিস্টন বলেন, "এটা দল গত বিষয়। আমরা অনেক গোলের সুযোগ নষ্ট করেছি। পরের ম্যাচগুলোয় আমরা আমাদের সেরাটা দেবো যাতে দল আরও গোল করতে পারে।"
চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের প্রশংসা করে লিস্টন বলেন, "আমি ইস্টবেঙ্গল দলের খেলা দেখেছি, ওরা খুব ভালো ফুটবল খেলছে। ডার্বি অনেক কঠিন ম্যাচ হবে।"
ডার্বির বিষয় কোলাসো বলেন, "ডার্বি ম্যাচের বিষয় সবাই জানে। সবাই জিততে চায়। আমি সমর্থকদের জন্য গোল করতে চাই এবং দলকে জেতাতে চাই।" এই মরসুমে গোল না পেলেও হতাশ নন লিস্টন, তিনি জানিয়েছেন, "কে গোল করছে তা গুরুত্বপূর্ণ নয়, দলের জেতাটা গুরুত্বপূর্ণ। ডুরান্ড কাপের ডার্বিতে প্রচুর সমর্থক এসেছিলেন। আসন্ন ডার্বিতে খেলার জন্য আমি উৎসুক। সমর্থকরা আমাদের সবসময় অনুপ্রাণিত করে। সমর্থকদের যা প্রাপ্য তা আমরা তাদের দিতে চাই।"