আর্জেন্টিনা নয়, এই দুই দেশকে বিশ্বকাপে ফেভারিটের তকমা দিলেন লিওনেল মেসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য কোপা আমেরিকা জিতিয়েছেন, এবার আর্জেন্টিনাকে বহু প্রতীক্ষিত ফিফা বিশ্বকাপ জেতানোর জন্য মরিয়া প্রয়াস করবেন অধিনায়ক লিওনেল মেসি। তবে শুধু আর্জেন্টিনা নয়, এবারের বিশ্বকাপ জেতার ক্ষেত্রে অনেকেই এগিয়ে রয়েছে।
এবার আসন্ন ফিফা বিশ্বকাপ জেতার ক্ষেত্রে ফেভারিটদের বেছে নিয়েছেন মেসি। প্রথমেই তিনি একাধিক দেশের নাম বললেও শেষে দুটি দেশে সীমাবদ্ধ হন মেসি। আর তার মধ্যে রয়েছে, চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।
এই নিয়ে মেসি এক সংবাদমাধ্যমকে বলেছেন, "আমরা সব সময়ই সেরা দলগুলোর নাম নিই। তব্র আমায় যদি বাছতে হয়, ব্রাজিল আর ফ্রান্স এবারের বিশ্বকাপের দুই বড় দাবিদার।"
"ওদের দীর্ঘ সময় ধরে একই খেলোয়াড়দের ধরে রেখেছে, ভালো কাজ করছে। গত ইউরো বাদ দিলে, ফ্রান্স দলে বেশ ভালো খেলোয়াড় রয়েছে। ওদের একই কোচ রয়েছে এবং স্বচ্ছ পরিকল্পনা রয়েছে। ব্রাজিলের ক্ষেত্রে বিষয়টা একই।"
তবে নিজেদের ফেভারিট হিসেবে উল্লেখ করেননি মেসি। বলা বাহুল্য, গত ৩৫ ম্যাচে অপরাজিত থেকেছে আর্জেন্টিনা। তবে সম্প্রতি পাওলো।ডিবালা ও অ্যাঞ্জেল ডি মারিয়ার ছিটকে যাওয়াটা চিন্তা বাড়িয়েছে আর্জেন্টিনার।